‘কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া সময়ের অপেক্ষা’, নিশীথের সঙ্গে বৈঠক শেষে বিস্ফোরক দাবি অনন্ত মহারাজের

বাংলা হান্ট ডেস্কঃ ‘বেশ কয়েকটি বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা হয়েছে। সরকার ঘোষণা করে দিয়েছে। কেন্দ্র শাসিত অঞ্চল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা’, বিতর্কিত মন্তব্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজের (Anant Maharaj)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি (Bharatiya Janata Party) নেতা নিশীথ প্রামাণিকের (Nishith Pramanick) সঙ্গে আলোচনার পর তাঁর এই মন্তব্যে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

উল্লেখ্য, গ্রেটার নেতা অনন্ত মহারাজকে নিজেদের দিকে টানতে মরিয়া তৃণমূল কংগ্রেস, আবার অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যে একাধিক প্রশ্ন চিহ্নের সৃষ্টি হয়েছে। সম্প্রতি, ভাইফোঁটার দিন অনন্ত মহারাজকে উপহার পর্যন্ত পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকেও পাল্টা উপহার পাঠান তিনি। তবে এর মাঝেই উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলের বিষয়ে মন্তব্য প্রকাশ ঘিরে সৃষ্টি হয়েছে একাধিক জল্পনা।

সূত্রের খবর অনুযায়ী, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে পৌঁছে যান অনন্ত মহারাজ। দিনহাটায় ভেটাগুড়ির বাড়িতে পৌঁছে যাওয়ার পর দুজনের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। এক্ষেত্রে একদিকে যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কের রসায়ন বেশ ভালো জায়গায় রয়েছে অনন্ত মহারাজের, সেই মুহূর্তে দাঁড়িয়ে নিশীথ প্রামাণিকের সঙ্গে তাঁর কি বিষয়ে আলোচনা হয়েছে, তা জানতে তৎপর হয়ে ওঠে সকল মহল।

অবশেষে এদিন বিজেপি নেতার সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে অনন্ত মহারাজ বলেন, “বেশ কয়েকটি বিষয় নিয়ে পজিটিভ আলোচনা হয়েছে। সরকার ঘোষণা করেছে, উত্তরবঙ্গের কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

এক্ষেত্রে অতীতেও একাধিক বিজেপি নেতা-মন্ত্রীরা উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার বিষয়ে মন্তব্য করেন আর এবার অনন্ত মহারাজের গলায় এই প্রসঙ্গ উঠে আসতেই চাঞ্চল্য পড়ে গিয়েছে সর্বত্র। যদিও এই প্রসঙ্গে বিশেষ কোনো মন্তব্য করতে চাননি নিশীথ প্রামাণিক। গ্রেটার নেতার সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, “অনন্ত মহারাজের সঙ্গে আমার আলাদা সম্পর্ক রয়েছে। উনি আমার বাড়িতে আসেন, আবার মাঝেমধ্যে দেখাও হয়।” যদিও এক্ষেত্রে কেন্দ্রশাসিত অঞ্চল প্রসঙ্গে কোনো রকম মন্তব্য করেননি বিজেপি নেতা।

nishith

প্রসঙ্গত, গতকাল সিতাইয়ে দলীয় কর্মীদের সঙ্গে সংযোগ কর্মসূচিতে যোগদান করার উদ্দেশ্যে যাওয়ার সময় নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। পরবর্তীতে অভিযোগের আঙ্গুল তোলা হয় তৃণমূল কংগ্রেসের দিকে। পাশাপাশি এই ঘটনার পর নিশীথ প্রামাণিকের গাড়ি থেকেও বেশ কয়েকজন লোক নেমে আসে এবং এরপরই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সর্বত্র। এই ঘটনায় যখন উত্তপ্ত বঙ্গ রাজনীতি, সেই মুহূর্তে অনন্ত মহারাজের বক্তব্য ঘিরে বিতর্ক আরো বহুগুণে বৃদ্ধি পেলো।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর