এবার ভারতের এই বিখ্যাত শহরকে নিজেদের বলে দাবি করল নেপাল, চালাল বিশেষ অভিযানও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নেপালের (Nepal) কেপি শর্মা ওলি (KP Sharma Oli) সরকার আর ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টি প্রায় দিনই আজব আজব সব বিবাদ সৃষ্টি করছে। এর আগে বলেছিলে, আসল অযোধ্যা নেপালে আছে, ভগবান রাম নেপালি। এবার ভারতের এই শহরকে নিজেদের বলে দাবি করা শুরু করেছে কেপি শর্মার নেতৃত্বাধীন নেপালি সরকার। নেপাল মাঝে সাঝেই অযৌক্তিক অভিযান চালানোর কাজ করছে। প্রথমে কালাপানি নিয়ে বিতর্ক সৃষ্টি করল, আর সেটা নিয়ে ডাল না গললে নিজেদের ইচ্ছেমত নকশা বানিয়ে ফেলল।

সম্পর্কিত খবর

X