ভুলে যান ফিক্সড ডিপোজিট! একাধিক সুবিধা নিয়ে এবার এসে গেল গ্রীন FD, মিলবে অতিরিক্ত সুদ

বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা প্রত্যেকেই সঞ্চয় করি। তবে ভারতে সাধারণ মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের সেরা মাধ্যম হল ব্যাংক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটে  বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ একাধিক ব্যাংক এবার ভারতে চালু করেছে গ্রীন এফডি।

সাধারণ এফডি’র থেকে এই গ্রীন এফডি’র পার্থক্য কী চলুন জেনে নেওয়া যাক। গ্রীন ফিক্সড ডিপোজিটে আমানতকারী যে টাকা বিনিয়োগ করবেন তা বিনিয়োগ করা হবে পরিবেশ সংক্রান্ত নানা প্রকল্পে। পুনর্ব্যবহারযোগ্য শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু দূষণ প্রতিরোধের পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন, সবুজায়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণের মতো একাধিক সেক্টরে এই টাকা বিনিয়োগ করা হবে।

আরোও পড়ুন : মাস গেলে কত টাকা বেতন পান হাইকোর্টের প্রধান বিচারপতি? শুনলে ভিরমি খাবেন

বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশাপাশি গ্রীন এফডি নিয়ে এসেছে ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও AU স্মল ফিন্যান্সের মতো আর্থিক প্রতিষ্ঠান। ৫.৭ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করা হবে এই স্কিমে। এখানে বিনিয়োগ করতে পারেন অনাবাসী ভারতীয় বা তাঁদের সংস্থাও। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি বছর ঘোষণা করে গ্রীন এফডি’র বিশেষ স্কিম।

green fixed deposit 104793556

এসবিআই তিনটি মেয়াদের এই স্কিম ঘোষণা করেছে। ১১১১ দিন, ১৭৭২ দিন ও ২২২২ দিনের গ্রীন ফিক্সড ডিপোজিট করতে পারবেন স্টেট ব্যাংক গ্রাহকরা। স্টেট ব্যাংক গ্রাহকরা এই স্কিমে বিনিয়োগ করতে ইচ্ছুক হলে যোগাযোগ করুন নিকটবর্তী শাখায়।  জানা যাচ্ছে পরবর্তীকালে স্টেট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ও yono আপেও গ্রীন FD করার সুবিধা নিয়ে আসা হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর