সবুজ মেরুন সমর্থকদের বিশেষ বার্তা দিলেন বাড়তি সতর্ক থাকা মোহনবাগান কোচ কিবু ভিকুনা।

রবিবার কল্যাণী স্টেডিয়ামে আই লিগে দ্বিতীয় স্থানে থাকা মিনার্ভা পাঞ্জাব এফসি কে 1-0 গোলে হারিয়ে দিয়েছে কিভু ভিকুনার মোহনবাগান। আর এর ফলে এই মুহূর্তে 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়েছে মোহনবাগান। দ্বিতীয় স্থানে থাকা মিনার্ভা পাঞ্জাব এর থেকে এই মুহূর্তে নয় পয়েন্টে এগিয়ে গিয়েছে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান। আর এরপরই মোহনবাগান সমর্থকরা কার্যত জয়ের আনন্দ পেতে শুরু করে দিয়েছেন। ফেব্রুয়ারি মাস থেকে মোহনবাগান সমর্থকরা আই লিগ জয় সেলিব্রেশন শুরু করে দিয়েছেন। আর মোহনবাগান সমর্থকদের এই বাড়তি উন্মাদনা নিয়েই এবার মুখ খুললেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা।

কিবু ভিকুনা জানিয়েছেন এখনই লীগের ফায়সালা কোনো ভাবেই সম্ভব নয়, কারণ আইলীগে মোহনবাগানের এখনো ন’টা ম্যাচ বাকি রয়েছে। তাই লিগ খেতাব যে এখনও অনেক দূরে সেটাই সমর্থকদের জানিয়ে দিলে কিবু ভিকুনা। তার মতে সঞ্জয় সেন এর জামানায় মোহনবাগান অনেকটা এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ট্রফি হাতছাড়া হয়। এছাড়াও মর্গানের সময়ে ইস্টবেঙ্গল একটা সময় অনেকটা এগিয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারাও চ্যাম্পিয়ন হতে পারেনি। আর তাই লিগের নয় ম্যাচ আগে থেকে চ্যাম্পিয়নশিপের সেলিব্রেশন করতে চাইছেন না মোহনবাগান কোচ কিবু ভিকুনা।

c8fca630 731e 11e9 817d 3278e204c144

অতীতের কথা মাথায় রেখেই বাড়তি সতর্ক থাকছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। তিনি কোন ভাবেই আগে থেকে মেতে উঠতে চাইছেন না কারণ তিনি জানেন আই লিগে এখন নয়’টা ম্যাচ বাকি রয়েছে মোহনবাগানের।আর তাই মোহনবাগান সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে ফুটবলার সকলেই এখনো পর্যন্ত নিজেদের ফোকাস রাখছেন ম্যাচ বাই ম্যাচে।

Udayan Biswas

সম্পর্কিত খবর