মাস্টারপ্ল্যান সরকারের! চালু হচ্ছে নয়া রেশন কার্ড! এই বিশেষ স্কিমে মিলবে দুর্দান্ত সব সুবিধা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রেশনের মাধ্যমে সস্তায় বা কখনো বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন আম জনতা। সাধারণত মাসে একবার রেশনের মাধ্যমে খাদ্যশস্য বন্টন করা হয়ে থাকে। তবে এবার মাসে দুবার করে মিলতে চলেছে রেশন। গ্রিন রেশন কার্ডের (Green Ration Card) মাধ্যমে সুবিধাভোগীদের প্রতি মাসে দুবার করে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খন্ড সরকার।

গ্রীন রেশন কার্ড (Green Ration Card) নিয়ে নয়া আপডেট

পুজোর মাসে পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ডধারীদের অতিরিক্ত খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করেছে। রেশন কার্ড থাকলে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির গ্রাহকরা পেয়ে যাবেন অতিরিক্ত খাদ্যশস্য। তবে ঝাড়খন্ড সরকারের (Jharkhand Government) মাসে দুবার রেশন (Ration) প্রদান করার সিদ্ধান্ত অনেককেই অবাক করে দিয়েছে। ঝাড়খন্ড সরকার রেশন কার্ডে বেশ কিছু বদল এনেছিল আগেই।

Ration distribution

সেই পরিবর্তনের পর মাসে ১টাকা প্রতি কেজি দরে চাল ও অন্যান্য খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গরিব মানুষদের এই সুবিধা প্রদানের জন্য সরকার চালু করে ‘গ্রিন রেশন কার্ড।’ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার গরিব মানুষদের জন্য চিন্তা ভাবনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ঝাড়খন্ডে গ্রিন রেশন কার্ড (Green Ration Card) হোল্ডারের সংখ্যা প্রায় ১৭ লক্ষ।

আরোও পড়ুন : কলকাতার প্রতিবাদের সুর লন্ডনেও, এসেক্স দুর্গাপূজায় থিম ‘We Demand Justice’

তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে আরও পাঁচ লক্ষ মানুষকে গ্রিন রেশন কার্ড (Green Ration Card) প্রদান করা হবে। ভবিষ্যতে গ্রিন রেশন কার্ড হোল্ডারের সংখ্যা ২৫ লাখে উন্নীত করা হবে বলেও জানিয়েছে সরকার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ডিসেম্বর ২০২৩ থেকে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত রেশন পাননি, তাদের অতিরিক্ত রেশন প্রদান করা হবে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে।

সরকার জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসের রেশন নভেম্বর মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখ ও নভেম্বর মাসের রেশন ১৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত দেওয়া হবে। একইভাবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের রেশন ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখ ও  ডিসেম্বর মাসের রেশন ১৬ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত দেওয়া হবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X