OMG! সবুজ রাস্তা! বিদেশে নয় কিন্তু, দেখতে পাবেন কলকাতার কাছেই! যাবেন নাকি এই গ্রামে?

বাংলাহান্ট ডেস্ক : দুই ধারে সবুজ জঙ্গল। তার মাঝখান দিয়ে চলে গেছে সবুজ রাস্তা (Green Road)। কালো পিচ বা মোরামের রাস্তা আমাদের সবার কাছেই পরিচিত। তবে জঙ্গলের মধ্যে দিয়ে এই সবুজ রাস্তা এখন অনেকের কাছে উৎসাহের কারণ হয়ে উঠেছে। দেখে মনে হবে যেন লম্বালম্বি ভাবে বিছিয়ে রাখা হয়েছে সবুজ কার্পেট। কলকাতার (Kolkata) খুব কাছেই রয়েছে এমন সবুজ রাস্তা।

সবুজ রাস্তার (Green Road) জয়জয়কার

পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার আউশগ্রামে সবুজ রাস্তা অনেকের নজর কেড়েছে। পঞ্চম রাজ্য অর্থ কমিশন থেকে বরাদ্দ টাকা দিয়ে সবুজ রাস্তা নির্মাণ করেছে আউশগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েত। গ্রিন সিল-সহ বিটুমিন রাস্তা নির্মাণ করা হয়েছে অমরপুর পঞ্চায়েত এলাকার কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এস টি পাড়া পর্যন্ত। পঞ্চায়েত থেকে জানানো হয়েছে, ৫ লক্ষ ৬৬ হাজার টাকা খরচ করে এই বিটুমিন রাস্তা তৈরি করা হয়েছে।

আরোও পড়ুন : নিরাপত্তা শিকেয় উঠেছে পাকিস্তানে! এবার যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসবাদীদের গুলি, প্রাণ হারালেন ৪০ জন

আউশগ্রামের (Aushgram) এই সবুজ রাস্তার ছবি এখন বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশংসা করেছেন এমন উদ্যোগের। মূলত রাস্তার পিচের স্থায়িত্ব রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির কারণে এমন অভিনব রাস্তা তৈরি করেছে আউশগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত দপ্তরের প্রতিনিধিরা জানাচ্ছেন, পিচ দিয়ে রাস্তা তৈরির পর প্লাস্টিকের প্রলেপ দেওয়া হয়েছে তাতে।

Green Road

তারই সৌন্দর্য লক্ষ্য করা যাচ্ছে। এই প্লাস্টিকের প্রলেপ পিচকে যেমন বৃষ্টির জল থেকে রক্ষা করবে, তেমনই এমন অভিনব রাস্তার রং শোভা বাড়াচ্ছে অঞ্চলের। আউশগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস জানিয়েছেন, ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলের সাথে পিচ মিশিয়ে তৈরি করা হয়েছে গ্রিন সিল কোড। সেটিই দেওয়া হয়েছে রাস্তার উপর। এহেন অভিনব উদ্যোগে খুবই খুশি অঞ্চলের বাসিন্দারা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর