“সৌরভ পরিশ্রম করতো না, ক্ষমতার লোভে শুধু অধিনায়ক থাকতে চাইতো” ফের বিস্ফোরক গ্রেগ চ্যাপেল

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং ভারতীয় দলে প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের মধ্যে সম্পর্কের তিক্ততা নতুন কিছু নয়। মাঝেমধ্যে দেখা যায় গ্রেগ চ্যাপেল পুরনো কাসুন্দি ঘাটতে শুরু করেছেন। বারবার তিনি সৌরভ গাঙ্গুলীকে আক্রমণ করে খবরের শিরোনামে আসতে চান। ফের একবার তেমনি ঘটনা ঘটলো।

এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্রেগ চ্যাপেল দাবি করেছেন, সৌরভ গাঙ্গুলিই তাকে কোচ করে এনেছিলেন। তবে সৌরভ গাঙ্গুলীকে দলে ফেরানোর জন্য দলের সিনিয়র ক্রিকেটারদের প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল আমাকে, এমনকি তাদের আস্থাও হারিয়ে ফেলেছিলাম।

n281181272cbc73f345889972539597d3d67bf49639efb6dd9d81fcba84446abcfaaf8d646

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, “আমার কাছে সেই সময় অনেক দলের কোচিং করানোর প্রস্তাব থাকলেও আমি ভারতকেই বেছে নিই। সৌরভ গাঙ্গুলী আমাকে ভারতের কোচ করে নিয়ে এসেছিল। ভারতের ক্রিকেটের প্রতি পাগলামি এবং ভালোবাসা দেখে ভারতের কোচিং করানোর লোভ সামলাতে পারেনি। তবে ভারতীয় দলের কোচিং করানো খুব একটা সহজ ছিল না কারন সেই সময় ভারত অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী আর সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্ব দলের বেশির ভাগ ক্রিকেটার মেনে নিতে পারতেন না। সৌরভ খুব বেশি পরিশ্রম করতে চাইতেন না, নিজের খেলায় উন্নতি করতে চাইতেন না। ও শুধু অধিনায়ক হিসেবে থাকতে চাইতেন যাতে দলের নিয়ন্ত্রণ ওর হাতে থাকে। দলের মধ্যে সৌরভ কে নিয়ে বিভাজন চরমে উঠেছিল। সেই কারণে আমি আর চাপ সামলাতে পারিনি এবং বোর্ড নতুন চুক্তির প্রস্তাব দিলেও আমি আর সই করিনি।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর