মমতা আমাদেরই লোক, ওঁর ভুলের জন্যই বাংলায় হেরেছি! অধীরের মুণ্ডুপাত শীর্ষ কংগ্রেস নেতার

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে লড়াইয়ে সিপিএম এবং ISF-র সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস (Congress)। কিন্তু অনেক খাটাখাটনি করেও কোন লাভ হয়নি। একেবারে গো হারান হেরে যায় এই জোট। এমনকি বাংলার ইতিহাসে এই প্রথম একটি আসনও দখল করতে পারেনি কংগ্রেস এবং বামেরা। আর এই ফলাফলের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষস্তরের নেতা বীরাপ্পা মইলি (Veerappa Moily)।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি করছেন, বাংলায় তৃণমূলের সঙ্গে জোট বাঁধা উচিত ছিল কংগ্রেসের। তাহলে আজকের এই পরাজয়ের কালো দিনটা তাঁদের দেখতে হত না। আর এই ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য অধীর চৌধুরীর শাস্তিরও দাবি করেছেন তিনি। এমনকি তাঁর রাজনৈতিক যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন মইলি।

veerappa moily 621x414 1474785069

অধীর চৌধুরীকে আক্রমণ করে মইলি বলেন, ‘মাটির সঙ্গে কোন যোগ নেই অধীরের। প্রকৃতপক্ষে উনি একজন দুর্বল নেতা। শুধুমাত্র মমতাকে খারাপ কথা বলেই আজকে এই জায়গায় পৌঁছিয়েছে। উনি যেভাবে মমতাকে আক্রমণ করেন, সেটা অনেকেই মেনে নিতে পারেন নি। যার জেরে আমাদের অনেক কর্মীরাও মমতাকে সমর্থন করায়, আমাদের সম্ভাব্য জয়ের জায়গাতেও তৃণমূল জয়ী হয়েছে’।

এখানেই শেষ নয়, ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য অধীর চৌধুরীর শাস্তিরও দাবি তোলেন বীরাপ্পা মইলি। তাঁর কথায়, ‘এই লোকটা এখনও প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রয়েছেন? এখনও শাস্তি পায়নি লোকটা? এইধরনের মানুষদের শাস্তি না দিলে, দলের কোনদিন কেউ কদর করবে না। কে বেশি টাকা তুলতে পারবে, কার সম্প্রদায়ের লোক বেশি-সেসব দেখে নেতা নির্বাচন করলে, ভোটে জেতা যায় না’।

734186 adhir ranjan choudhary 3

তিনি আরও দাবী করেন, ‘মমতা (Mamata Banerjee) তো আগে কংগ্রেসেই ছিলেন। ওঁ তো আমাদেরই লোক। বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতার সঙ্গে জোট করা উচিত ছিল কংগ্রেসের। বাম এবং আইএসএফের সঙ্গে জোট করার থেকে তৃণমূলের সঙ্গে থেকে মমতাকে সাপোর্ট করতে হত’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর