শ্রীনগরঃ জম্মু কাশ্মীরের সাপোরের একটি বাস স্ট্যান্ডের কাছে গ্রেনেড হামলার খবর আসছে। এই হামলায় ১৯ জন গুরুতর আহত হয়েছে, যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের শ্রীনগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এই হামলার পর ঘটনাস্থলে সেনা পৌঁছে, গোটা এলাকা ঘিরে ফেলে।
#JammuAndKashmir: Nine people injured in a grenade attack near bus stand in Sopore today. Two of the injured have been brought to a hospital in Srinagar. pic.twitter.com/uI5OI18z4Q
— ANI (@ANI) October 28, 2019
দুদিন আগেও জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলা করেছিল জঙ্গিরা। শনিবার জম্মু কাশ্মীরের শ্রীনগরে কাকা সরায় এলাকায় জঙ্গিরা সেনার উপর গ্রেনেড হামলা করে। এই হামলায় ছয় জওয়ান আহত হয়েছে। জঙ্গিরা পুলিশের জওয়ান আর সিআরপিএফ এর উপর গ্রেনেড দিয়ে হামলা করে। এই হামলার পর সেনা গোটা এলাকা ঘিরে ফেলে। এখনো গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন চালানো হয়। সেনা অনুযায়ী, শনিবার জঙ্গিরা কাকা সরায় এলায় সিআরপিএফ এর বাঙ্কারের উপর গ্রেনেড দিয়ে হামলা চালায়। এই জঙ্গি হামলায় ছয় জওয়ান আহত হন।
Jammu and Kashmir: Joint patrol party of CRPF & police attacked by terrorists in Srinagar's Karan Nagar area; more details awaited pic.twitter.com/4YdsgqThaV
— ANI (@ANI) October 26, 2019
শনিবারের এই গ্রেনেড হামলা পুলিশ স্টেশনে সন্ধে ৬ টা ৫০ নাগাদ করা হয়। আহত ছয় জওয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এর দুই দিন আগে জম্মু কাশ্মীরের কুলগাঁম জেলায় বুধবার বিকেলে জঙ্গিরা সিআরপিএফ এর উপর গ্রেনেড হামলা করেছিল। কুলগাঁম জেলার চবলগাঁম এলাকায় হওয়া এই জঙ্গি হামলায় সিআরপিএফ এর এক জওয়ান আহত হয়েছিলেন।
পাকিস্তান লাগাতার কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ভারতের বীর জওয়ানেরা বারবার পাকিস্তানের এই ষড়যন্ত্র ব্যার্থ করে আসছে। কিছুদিন আগেই ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা করে সেগুলোকে ধ্বংস করে দেয়। ভারতের এই পালটা হানায় জঙ্গিদের কয়েকটি লঞ্চ প্যাড ধ্বংস হয়েছে। এছাড়াও কয়েকজন পাক সেনার সাথে সাথে, জঙ্গিদেরও খতম করে সেনা।