গেছিলেন বিয়ে করতে, পুরোহিত সমেত যেতে হল হাজতে! পুলিশ দেখে পালাল নিমন্ত্রিতরা

বাংলাহান্ট ডেস্ক : বিয়ে বাড়িতে তখন তুমুল ব্যস্ততা। ধীরে ধীরে আসতে শুরু করেছেন নিমন্ত্রিত অতিথিরা। সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতো বিয়ের অনুষ্ঠান। কিন্তু সব ভেস্তে গেল পুলিশের আগমনে। বিয়ের মন্ডপ থেকে পুলিশ গ্রেফতার করলো বরকে। সাথে গ্রেফতার করা হয় পুরোহিতকেও। পুলিশের এই হঠাৎ আগমন দেখে পালিয়ে বাঁচলেন নিমন্ত্রিত অতিথিরা! এমনই এক নাটকীয় পরিস্থিতির সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল।

সূত্রের খবর , গত সোমবার ঘাটাল থানার পুলিশ অফিসারেরা জানতে পারেন যে এক নাবালিকার সাথে বিয়ে হচ্ছে এক যুবকের। পাত্র ও পাত্রী দুজনেই হুগলির খানাকুলের বাসিন্দা হলেও ঘাটালে এক আত্মীয়র বাড়িতে আয়োজন করা হয়েছে বিয়ের আসরের। গোপন সূত্রে এই খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ হাজির হয় ঘাটাল থানার মনসুকা গ্রাম পঞ্চায়েতের বরকতিপুর এলাকায় ওই বিয়ে বাড়িতে।

সেখানে গিয়ে দেখা যায় যে খবর সত্যি। এক ১৫ বছর বয়সী নাবালিকার সাথে বিয়ে দেওয়া হচ্ছে একটি যুবকের। ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেপ্তার করে বর ও বিয়ের পুরোহিতকে। পুলিশের আগমন দেখে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান নিমন্ত্রিত অতিথিরা। পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণীর ছাত্রী এই নাবালিকা খানাকুল থানার তাঁতিশাল গ্রামের বাসিন্দা। অন্যদিকে ২৬ বছর বয়সী পাত্র খানাকুল থানার পাঁচকুঠুরি গ্রামের বাসিন্দা।

marriage wedding

এই বিয়ের ব্যাপারে তাদের পরিবার আদৌ কোন কিছু জানতো কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে ঘাটাল মহকুমা আদালত বর ও পুরোহিতকে ১০ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। নাবালিকা পাত্রীকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর