সাহস হল কী করে! মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে ফুঁসে উঠলেন কুণাল

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই সাক্ষাৎকারে তিনি তার জীবনের নানান দিক তুলে ধরেছেন। এর সাথেই সমাজের বর্তমান ব্যবস্থারও তীব্র সমালোচনা করেন তিনি।

সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন। বিচারপতি গাঙ্গুলির এহেন মন্তব্যকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, টিভিতে সাক্ষাৎকারটি দেখে মনে হচ্ছে এটি আংশিক একটি সাক্ষাৎকার। তিনি চ্যানেল কর্তৃপক্ষকে আবেদন করেন যাতে পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখানো হয়।

অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে টেনে এনে বিচারপতি গাঙ্গুলি সাক্ষাৎকারে বলেন যে তিনি চাইলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে এনে তিন মাসের জেল খাটাতে পারতেন। এর প্রেক্ষিতে কুণাল বলেন যে, “আজকাল বিচারপতিদেরও “উইশ লিস্ট” তৈরি হচ্ছে! এটা সম্ভব!” এছাড়াও বিচারপতি গাঙ্গুলি এই সাক্ষাৎকারের একটি অংশে বলেন যে উনি মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসা পরায়ণ। এই বক্তব্যেরও তীব্র সমালোচনা করেছেন কুণাল ঘোষ।

abhijit ganguly

পাশাপাশি কুণাল জানান যে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নিজেই তৎপর হয়ে আলাপ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই প্রেক্ষিতে কুণাল ব্যঙ্গ করে বলেন, “যেচে আমি নিমন্ত্রণ নেব। পরে আবার সেই নিমন্ত্রণের খাবার নিয়ে যাচাই করবো!”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর