বাংলাহান্ট ডেস্ক: কথায় বলে ‘সবর কা ফল মিঠা হোতা হ্যায়’। কিন্তু ভেবে দেখেছেন যদি ফলাফল মিষ্টি না হয় উলটে তেতো হয়ে যায়? ঠিক এমনটাই হল উত্তরপ্রদেশের এক যুবকের সঙ্গে। দেরি করে বিয়ে করতে আসার অপরাধে নতুন কনেকেই হারালেন যুবক।
ঘটনা উত্তরপ্রদেশের বিজনৌরের ধামপুর শহরের। ওই যুবকের দেরি করে বিয়ে করতে আসার কারণে পাড়ারই অন্য জনকে বিয়ে করে নেন কনে। জানা গিয়েছে, কয়েক মাস আগে একটি গণবিবাহ অনুষ্ঠানে ওই পাত্রীকে আগেই বিবাহ করেছিলেন যুবক। কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার সময় বেঁকে বসেন পাত্রী। তাঁর দাবি সামাজিকভাবে অনুষ্ঠানের পরেই শ্বশুর বাড়ি যাবেন তিনি। এর মধ্যে দুই বাড়ির মধ্যে পণ নিয়ে ঝামেলা শুরু হয়। পাত্রের বাড়ি থেকে দাবী করা পণের পরিমাণ চোকানোর সাধ্য ছিলনা পাত্রীর বাবার। তা সত্বেও মেয়ের মুখ চেয়ে সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান করতে রাজি হন তিনি।
এ পর্যন্ত সব ঠিক ঠাকই চলছিল। দুপুর নাগাদ বিয়ে করতে আসার কথাও ছিল পাত্রের। কিন্তু ফের শুরু হয় পণ নিয়ে বিতর্ক। ফলতঃ দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও পাত্রের আর বিয়ে করতে আসা হয়না। শেষ পর্যন্ত রাতদুপুরে বিয়ে করতে এসে বর দেখেন অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পাড়ারই এক যুবকের গলায় মালা দিয়ে দিয়েছেন পাত্রী।
উপরন্তু বরযাত্রীদের অভিযোগ তাদের গয়নাগাটি কেড়ে নিয়ে ঘরে বন্দি করে রাখে পাত্রীর বাড়ির লোকজন। ঝামেলা গড়ায় পুলিশ পর্যন্ত। পুলিশ আসলে দুপক্ষের সম্মতিতেই মিটমাট করে নেওয়া হয় বিষয়টা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার