মিস করা যাবে না চাল! বিয়ের মন্ডপে বসেই লুডো খেলছেন বর, ভাইরাল ছবি দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্ক: শীতে যেমন শুরু হয়েছে তেমনি শুরু হয়েছে বিয়ের মরশুম। চারিদিকে এখন শুধু সানাই বাজার ধুম। সমাজ মাধ্যম খুললেও সেই ঝলকই চোখে পড়ছে। আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ, সিঁদুর দান, বাসর রাতের ছবিতে ছয়ে ছয়লাপ নেট দুনিয়া। তবে এবার সমাজ মাধ্যম ভাইরাল (Viral) হলো বরের লুডো খেলা। বিয়েতে সকলে একটু টেনশনে থাকেন, কিন্তু ইনি তো তো একেবারে এক্সট্রা অর্ডিনারি। বিয়ের পিঁড়িতে বসে লুডো খেলছেন বর বাবাজীবন। এদিকে কন্যা এলো বলে। তবে বরের চোখ মোবাইল থেকে যেনো সরছেই না। বরের কীর্তি দেখে অট্টহাসিতে ভরেছে সমাজমাধ্যম।

ভাইরাল (Viral) বরের লুডো খেলা ছবি

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট হয়েছে। আর ছবি দেখেই বোঝা যাচ্ছে এটি একটি বাঙালি বাড়ির বিয়ে। বরের মাথায় টোপর, পরনে জমকালো পাঞ্জাবি, ধুতি। ভাইরাল (Viral) ছবিতে দেখা যাচ্ছে, মণ্ডপে বসে থাকা পুরোহিত মন্ত্র পড়তে ব্যস্ত। উল্টো দিকে, এক ক্যামেরাম্যানও নিজের ক্যামেরা নিয়ে এদিক-ওদিক ছবি তুলে যাচ্ছেন। এদিকে বর বাবাজীবন বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে পড়েছেন, অন্যদিকে বৌও আসেনি। তাই বন্ধুদের সাথে শুরু করেছেন লুডো (Ludo) খেলা।

ভাইরাল (Viral) পোস্টে দেখা যাচ্ছে, বর পিছনে ঘুরে লুডো দান দিচ্ছেন। চোখে মুখে ভাব যেন যেভাবেই হোক জিততে হবে। যদিও লুডো (Ludo) খেলছিলেন মোবাইলে। বর্তমানে এই প্রযুক্তির যুগে দাঁড়িয়ে মোবাইলে লুডোও খেলা যায়। বাঙালি ওই বরমশাইও ফোনের স্ক্রিনেই লুডোর দান দিচ্ছিলেন। আর সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট হয়। ছবি পেয়ে এক হাত মন্তব্য করেছেন নেট নাগরিকরা। কমেন্ট দেখে বোঝা গিয়েছে নেটিজেনরা বেশ মজা পেয়েছে।

আরও পড়ুনঃ সহপাঠীরাই..! স্কুলের মধ্যে থেকেই উদ্ধার ছাত্রের দেহ, হাড়হিম করা ঘটনায় শোরগোল

কেউ কেউ মন্তব্য করেছেন, “বিয়ে তো চলতেই থাকবে কিন্তু সবার আগে লুডো গুরুত্বপূর্ণ”, আবার কেউ মন্তব্য করেছেন “আগে লুডু খেলে নিই তারপরে বিয়ে করবো”, অন্য দিক থেকে আবার শোনা যাচ্ছে, “যা কিছু হয়ে যাক কিন্তু লুডো (Ludo) খেলা থামানো যাবে না”। বরের এমন কাণ্ড দেখে অনেকে প্রাণ খুলে হেসেছেন। সমাজ মাধ্যম এই ভাইরাল বরের নাম “লুডো রাজা” রাখা হয়েছে।

আরও পড়ুনঃ হয়ে যান সাবধান! এবার RBI নজর রাখছে এই অ্যাকাউন্টগুলিতে, ব্যাঙ্কগুলিকে দেওয়া হল কড়া নির্দেশ

তবে একদিকে তাকে নিয়ে যেমন মজা হয়েছে তেমনি সমালোচনাও হয়েছে। কেউ মন্তব্য করেছেন, “এরকম হলে আমি সহ্য করতাম না”। আবার কেউ বলেছেন, বিয়ের দিন যদি পুরুষ এমন আচরণ করে, তাহলে অনুমান করুন বিয়ের এক বছর পর কি হবে” এমনই সব মন্তব্য উঠে এসেছে। সে যায় হোক পোস্টটিতে ইতিমধ্যেই সাড়ে চার লাখের উপর ভিউজ এসেছে। পাশাপাশি ১০ হাজারের উপর নেট জনতারা ভালোবাসা এঁকে দিয়েছেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর