ভাইরাল ভিডিও: ভরা বিয়ের আসরে অন্য পুরুষের সঙ্গে কনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস বরের

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ে চলছে। উপস্থিত বর-কনের পরিবার, বন্ধুবান্ধব। এমন সময় সমস্ত অতিথি অভ্যাগতদের সামনেই বিয়ের আসরে স্ক্রিনে ভেসে উঠল কনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। ভাবুন তো কেমন অবস্থা হবে?

এমনটা বাস্তবেই ঘটেছে। তব এদেশে নয়। এই ঘটনা চিনের। এক বিয়ের অনুষ্ঠানে ঘটেছে এমন অভূতপূর্ব ঘটনা। হলভর্তি অতিথিরা উপস্থিত রয়েছেন। সেজেগুজে হাজির বর-কনেও। এমন সময় হঠাৎ করেই ডায়াসের পেছনের বড় স্ক্রিনে ভেসে উঠল কনের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য। তবে তা হবু বরের সঙ্গে নয়, বরং তৃতীয় এক ব্যক্তির সঙ্গে।

https://youtu.be/WODTXDb4UGw

কনে সহ সব অতিথিরা তখন হতভম্ব। এদিকে বরের মুখে ‘কেমন দিলাম’ অভিব্যক্তি। আসলে নেপথ্যের পুরো ঘটনাটাই জানতেন হবু বর। কিন্তু তিনি ভেবেছিলেন বিয়ের আগে নিজের কীর্তির কথা নিজে মুখেই তাঁকে জানাবেন তাঁর হবু স্ত্রী। তা যখন হল না তখন অগত্যা এই পন্থার সাহায্য নিলেন বর।

তবে কনেও অবশ্য চুপ করে থাকার পাত্রী নন। অতিথিরা কিছু বুঝে ওঠার আগেই হাতের ফুল তিনি ছুঁড়ে মেরেছেন বরের দিকে। শুরু হয় দুজনের বচসা। তবে শেষ পর্যন্ত বিয়েটা হয় কি না তা অবশ্য জানা যায়নি। চিনের এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা অনেকে মজা পেয়েছেন এই ভিডিও দেখে। আবার অনেকে বলছেন, ভরা হলের মাঝে হবু স্ত্রীকে এমন ভাবে অপদস্থ নাই করতে পারতেন বর।

X