ফের নিয়োগ দুর্নীতির ছোঁয়া প্রভাবশালীর পরিবারে! এবার চাকরি গেল পুলিস সুপারের আত্মীয়ের

বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দু্র্নীতিকাণ্ডে (Recruitment Scam) যুক্ত হচ্ছে একের পর এক প্রভাবশালীর নাম। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পরিবারেও লেগেছে দুর্নীতির কালো দাগ। এবার খোদ পুলিস সুপারের পরিবারেও? আদালতের নির্দেশে নাকি চাকরি গিয়েছে এক নিকটাত্মীয়ের! ঘটনাস্থল, বাঁকুড়া।

জানা গিয়েছে, বাঁকুড়ার সাবড়াকোন এলাকার বাসিন্দা জয় বন্দ্যোপাধ্যায়। এসএসসি গ্রুপ সি-তে চাকরি পান তিনি। সাবড়াকোন হাইস্কুলেই কর্মরত ছিলেন তিনি। তাহলে? সম্প্রতি এসএসসি গ্রুপ সি-তে ৮৪২ জনের  চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয়। সেই তালিকায় নাম রয়েছে জয় বন্দ্যোপাধ্যায়েরও।

   

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র দাবি, জয়ের এক দাদা তৃণমূল অঞ্চল তৃণমূল অঞ্চল সভাপতি, আর এক দাদা পুরুলিয়ার পুলিস সুপার! প্রভাব ঘাটিয়েই চাকরি পান তিনি। স্কুল কমিটির সভাপতি বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে এলাকায় ছেলেটির সুনাম আছে’।

ssc 1

অপরদিকে, এসএসসির প্রকাশিত গ্রুপ সির ভুয়ো চাকরি প্রার্থীদের তালিকায় এবার উঠে এল উত্তর দিনাজপুরের হেমতাবাদের যুব তৃণমূল নেতার নাম। নিজে নেতা হলেও হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। কার্যত প্রায় ফাঁকা ওএমআর শিটেই জুটেছে গ্রুপ সি-র চাকরি।

২০১৮ সালের এপ্রিল মাস থেকে বহাল তবিয়তে সরকারি বেতনে চাকরি চালিয়ে গেছেন তিনি। হেমতাবাদ ব্লকের যুব তৃণমুলের সহ সভাপতির পদে থাকা ওই নেতার নাম সামসুর রহমান। তিনি উত্তর দিনাজপুরের ইটাহারের ছয়ঘরা হাই স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর