‘দেখা হবে..’, কিছুক্ষণ পরই অভিষেকের অফিসের সামনে যাবেন শুভেন্দু! কী ঘটতে চলেছে আজ?

   

বাংলা হান্ট ডেস্কঃ আজ, বুধবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের (Group-D Candidates) মিছিল। আদালত তরফে সবুজ সংকেত মিলতেই শুরু তোড়জোড়। আজ বেলা ১টায় থিয়েটার রোড থেকে শুরু হয়ে যাবে মিছিল। আদালতের নির্দেশ মেনে ক্যামাক স্ট্রিট হয়ে মিছিল শেষ হবে হাজরাতে। একেই অভিষেকের অফিসের পাশ দিয়ে যাবে মিছিল। আর অন্যদিকে এই প্রথম চাকরি প্রার্থীদের মিছিলে হাঁটতে দেখা যাবে বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)।

প্রসঙ্গত আগে হাজরা মোড় থেকে কালীঘাট হয়ে হরিশ মুখার্জি রোড দিয়ে ঘুরে ফী হাজরা পর্যন্ত মিছিল করতে চেয়ে আবেদন জানান Group-D ঐক্য মঞ্চের চাকরিপ্রার্থীরা। তবে রাজ্যের অনুমতি মেলেনি। পুলিশের যুক্তি ছিল মিছিল হলে ট্রাফিকের সমস্যা হবে। এই কারণ দেখিয়ে সম্মতি দেয়নি রাজ্য। এরপর অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে যান চাকরিপ্রার্থীরা। আদালতে রাজ্য জানায় মিছিলের রুটের কিছু অংশে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই ওই রুটে আন্দোলন করলে সমস্যা হতে পারে।

সবদিক বিবেচনা করে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মিছিলের রুট বদল করে থিয়েটার রোড থেকে মিছিল শুরু হয়ে ক্যামাক স্ট্রিট, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড় দিয়ে হাজরা মোড়ে মিছিল শেষ করার নির্দেশ দেন। রাজ্যও আদালতের নির্দেশ কার্যত মেনে নেয়। তবে পরে এই বিষয়ে আপত্তি জানিয়ে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য।

আরও পড়ুন: ‘কুণাল প্রভাবশালী, মানুষকে শাসিয়ে…’, এবার পর্দাফাঁস! আদালতে যা জানাল ED, তোলপাড়

hc group d

আদালতে রাজ্য জানায় ক্যামাক স্ট্রিট এলাকায় স্কুল রয়েছে। মিছিল হলে স্কুলপড়ুয়ারা অসুবিধায় পড়তে পারে। তাই তাদের কথা মাথায় রেখে মিছিলের রুট বদল করা হোক। তবে এবার আর রাজ্যের আবেদনে সায় দেয়নি আদালত। মঙ্গলবার এই পুনর্বিবেচনার আর্জি খারিজ করে আদালত জানায়, ওই এলাকায় স্কুল নেই। ওই রাস্তা দিয়ে পড়ুয়ারা স্কুলে যায়। তাদের কোনো রকম অসুবিধা না করে মিছিল ক্যামাক স্ট্রিটের উপর দিয়েই যাবে।

আরও পড়ুন: ‘রক্ষাকবচ নেই, সব ভুয়ো, ED চাইলে গ্রেফতার করতেই পারে’, অভিষেক প্রসঙ্গে বিস্ফোরক বিকাশরঞ্জন

তবে বিচারপতি নির্দেশ দেন, মিছিলের কারণে স্কুলপড়ুয়ারা যাতে আটকে না পড়ে, তা নিশ্চিত করতে স্পেশাল চ্যানেল করতে হবে। ঘটনাচক্রে ক্যামাক স্ট্রিটেই রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। এই মিছিল প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, “গ্রুপ-ডি-র মিছিলে ক্যামাকস্ট্রিটে দেখা হবে।” সবমিলিয়ে হাইভোল্টেজ বুধবার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর