অনুব্রতর হাত ধরেই কোটি কোটি টাকার মালিক! খালাসি বিদ্যুতের সম্পত্তি চোখ কপালে তোলার মতন

বাংলা হান্ট ডেস্কঃ সিবিআইয়ের (CBI)হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতার সরাসরি যোগ রয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এই মুহূর্তে সিবিআইয়ের হাতে একাধিক তথ্য প্রমাণ রয়েছে বলে খবর সামনে আসতে শুরু করেছে। এর মাঝেই অনুব্রতর সম্পত্তির খোঁজ লাগাতে তৎপর তদন্তকারী অফিসাররা। এ প্রসঙ্গে অনুব্রত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তকে সামনের পথে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তারা। সেই সূত্রে বর্তমানে সিবিআইয়ের নজরে এসেছে তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিদ্যুৎ গায়েনের নাম।

বোলপুরের কালিকাপুরের বাসিন্দা বিদ্যুৎ বর্তমানে কোটি কোটি টাকার মালিক। ফলে এই বিপুল পরিমাণ অর্থ তার কাছে কি করে এলো, তা জানতেই এদিন সকালে তাঁর বাড়িতে পৌঁছে যায় সিবিআইয়ের একটি দল। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর অবশেষে বেরিয়ে আসেন তারা। সিবিআইয়ের অনুমান, অনুব্রত মণ্ডলের সম্পত্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন বিদ্যুৎ গায়েন। এক্ষেত্রে তাঁর সম্পত্তির হদিশ পাওয়ার মাধ্যমে গরু পাচার মামলায় অনুব্রতর যোগসূত্র প্রমাণ করতে মরিয়া সিবিআই।

উল্লেখ্য, বোলপুর পুরসভার এক কর্মী হিসেবে নিযুক্ত বিদ্যুৎ গায়েন। ২০০৮ সাল থেকে এই পদে রয়েছেন তিনি। তবে গ্রুপ ডির কর্মী হওয়া সত্ত্বেও কোটি কোটি টাকা অর্থ কিভাবে উপার্জন করলেন বিদ্যুৎ, তা ভেবে সন্দিহান সিবিআই অফিসাররা। এক্ষেত্রে তাদের অনুমান, অনুব্রত মণ্ডল তাঁর একাধিক বেনামি সম্পত্তি বিদ্যুৎ গায়েনের নামে রেখেছিলেন। এমনকি, তৃণমূল নেতার মেয়ে সুকন্যা মণ্ডলের সম্পত্তিতেও একাধিক স্থানে বিদ্যুৎবাবুর নাম রয়েছে বলে দাবি সিবিআইয়ের।

Untitled design 2022 08 10T100303.097

জানা যাচ্ছে, বর্তমানে বোলপুরে মোট চারটি বাড়ি থাকার পাশাপাশি বিপুল পরিমাণ জমি রয়েছে অনুব্রত ‘ঘনিষ্ঠ’ এই ব্যক্তির নামে। যদিও এদিন সিবিআইয়ের তল্লাশি মাঝে বাড়িতে উপস্থিত ছিলেন না বিদ্যুৎ। তাঁর স্ত্রীর দাবি, বর্তমানে কলকাতায় রয়েছে বিদ্যুৎ গায়েন। ফলে বর্তমানে গরু পাচার মামলায় বিদ্যুৎকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক নয়া তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা।


Sayan Das

সম্পর্কিত খবর