বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের আগে টানা দুমাস ধরে নবজোয়ার কর্মসূচিতে বেরিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোচবিহার থেকে শুরু করে গতকাল পূর্ব মেদিনীপুর জেলায় পৌঁছেছেন দলের নম্বর টু। জনজোয়ার যাত্রায় অভিষেক তখন কোলাঘাটের (Kolaghat) দিকে যাচ্ছিলেন, আচমকাই পদমপুরের মহিলারা রাস্তায় নেমে নেতার পথ আটকে দিলেন।
তারপর? স্থানীয় ওই মহিলারা মানসী দাস নামে এলাকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে নেতার কাছে নালিশ ঠোকেন। অভিযোগ, ওই পঞ্চায়েত প্রধান বিভিন্ন কাজ করে দেওয়ায় বিনিময়ে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেন। এই কথা দলনেতার কাছে পৌঁছে দিতেই তার পথ আটকান মহিলারা।
তৃণমূল সূত্রে খবর, অভিযোগ ওঠার পরই দল ওই পঞ্চায়েত প্রধানকে পদত্যাগের নির্দেশ নেয়। যেমনি কথা তেমনি কাজ। মানসী দাসও ইতিমধ্যেই প্রধানের পদ ছেড়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, অভিযোগ ওঠার পর পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যেকে দল তরফে পদত্যাগের নির্দেশ এই প্রথম নয়।
গত ডিসেম্বর মাসে কাঁথিতে সভা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় মারিশদার গ্রামবাসীরা নেতার কাছে পূর্ব মেদিনীপুরের মারিশদা ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনুরানি মণ্ডল, উপপ্রধান রমাকৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানালে তাদের দল ছাড়ার নির্দেশ দেন অভিষেক। পাশাপাশি অঞ্চল সভাপতি গৌতম মিশ্রকেও পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো।
আবার রানাঘাটের তাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে’র বিরুদ্ধে ঠিক ভাবে কাজ না করার অভিযোগ উঠলে তাকেও পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর গতকালও তাই হল।