বাংলাহান্ট ডেস্ক : মধ্যবিত্ত্বের (Middle Cast) পকেটে হাহাকার। চড়ছে জিএসটি (GST)। বাড়ছে দাম (Price of Daily Ingredients)। ১৮ জুলাই থেকেই মূল্য বৃদ্ধি হচ্ছে দই, লস্যি, হাসপাতাল (Hospital) ও হোটেলের রুমের (Hotel Room Price Increase)।
এমনকি আজ সোমবার থেকেই দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর (Daily Price Hike) মধ্যে চালেরও (Rice Price Hike)। জিএসটি পর্ষদের (GST Council) ৪৭ তম বৈঠকে একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর জিএসটি হার (GST on Essential Commodities) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যার প্রভাবে সোমবার থেকেই মূল্য বৃদ্ধির ফলে ভুগতে চলেছেন দেশের আম জনতা। দেখে নেওয়া যাক কোন ক্ষেত্রে কতটা বাড়লো জিএসটি।
কোন জিনিসে কতো জিএসটি লাগু হলো?
প্যাকেটজাত দই, লস্যি, বাটারমিল্ক- ৫ শতাংশ
ব্যাঙ্কের ইস্যু করা চেক বা চেকবুক- ১৮ শতাংশ
এলইডি লাইট-ল্যাম্প ও ফিক্সচার- ১৮ শতাংশ
ছাপার কালি- ১৮ শতাংশ
ব্লেড, ছুরি, পেন্সিল কাটার, চামচ, কাঁটা চামচ, স্কিমার- ১৮ শতাংশ
বৈদ্যুতিক পাম্প, সাবমার্সিবল পাম্প, ডিপ টিউবল টার্বাইন, বাইসাইকেল পাম্প- ১৮ শতাংশ
শস্যদানা ঝাড়াই বাছাই ও পেষাইয়ের মেশিন- ১৮ শতাংশ
দুধ ও দুগ্ধজাত পণ্যের মেশিনারি- ১৮ শতাংশ
ডিম পরিষ্কার ও বাছাইয়ের মেশিন- ১৮ শতাংশ
আঁকার যন্ত্রপাতি- ১৮ শতাংশ
সোলার ওয়াটার হিটার- ১২ শতাংশ
ফিনিশ লেদার- ১২ শতাংশ
মানচিত্র, মানচিত্র বই, দেওয়াল মানচিত্র, টোপোগ্রাফিক্যাল যন্ত্রপাতি, ছাপা গ্লোব- ১২ শতাংশ
দৈনিক ১০০০ টাকা দামের হোটেল রুম- ১২ শতাংশ
ICU ছাড়া দৈনিক ৫০০০ টাকা দামের হাসপাতালের ঘর- ৫ শতাংশ
এছাড়াও সস্তা হল …
রোপওয়ে দিয়ে যাত্রী ও মালামাল বহন করা ১৮ থেকে ৫% এ নামল
স্প্লিন্ট এবং অন্যান্য ফ্র্যাকচার ডিভাইস ১২ থেকে ৫% এ নামল
শরীরের কৃত্রিম যন্ত্র, বডি ইমপ্লান্ট, ইন্ট্রা ওকুলার লেন্স ১২ থেকে ৫% এ নামল
জ্বালানী খরচ মালবাহী ১৮ থেকে ১২% এ নামল
প্রতিরক্ষা বাহিনী বিশেষ আমদানি আইটেম