বাংলাHunt :ভারতবর্ষের কর ব্যবস্থা কি উন্নতি করতে এক দেশ এক কর নীতি চালু করেন মোদি সরকার। এর ফলে সারা ভারতে বিপুল পরিমাণে কর আসতে শুরু করে কিন্তু সাম্প্রতিক একাধিক তথ্য সামনে আসছে। মানুষের কাছে বিল নেওয়া হচ্ছে।
যা জিএসটি হিসাবে কিন্তু তা জিএসটি কার্যকর করা হচ্ছে না। কোন রেস্টুরেন্ট বা খাওয়ার দোকানে জিএসটি নেওয়া হলেও কিন্তু জিএসটি নম্বর থাকলেও তা কার্যকর করা হচ্ছে না।
সাম্প্রতিক ফ্লাট বাড়ির এই জিএসটির নামে টাকা তোলা হয়ছে। একাধিক প্রোমোটার জিএসটি নিয়ে কর ফাঁকি দিচ্ছে বলে একাধিক অভিযোগ সামনে এসেছে।
ইতিমধ্যে আয়কর বিভাগ বিষয়গুলি নজরে এনেছে এবং তারা পুরো ঘটনার দিকে নজর দিয়ছে। কেউ যদি জিএসটির নামে টাকা তোলে তা হলে তাকে জিএসটি দিতে হবে। তা বর্তমানে দিয়ছে না