GT বনাম KKR! দুর্দান্ত ফর্মে থাকা নাইটদের মুখোমুখি ঋদ্ধিরা, নজর রাখুন এই তারকাদের ওপর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলের (IPL 2023) ত্রয়োদশতম ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (Gujrat Titans) এবং দুই বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া দল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি মরশুমে দুই দলই ভালো ছন্দে রয়েছে। নিজেদের প্রথম দুই ম্যাচে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টির কারণে দুর্ভাগ্যজনকভাবে হারের মুখ দেখতে হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে কেকেআর।

এদিন নিজের রাজ্যের দলের মুখোমুখি হবেন গুজরাট ওপেনার ঋদ্ধিমান সাহা। নিজেকে প্রমাণ করার বাড়তি তাগিদ থাকতে পারে তার মধ্যে। সেই সঙ্গে বল হাতে রশিদ খান এবং ফিনিশার হিসেবে ডেভিড মিলার ম্যাচে তফাৎ গড়ে দিতে পারেন। অপরদিকে নাইটদের মূল অস্ত্র হলো তাদের দুই স্পিনার বরুন চক্রবর্তী এবং সুনীল নারায়ণ। যেকোনো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে চূর্ণ করে দেওয়ার ক্ষমতা রাখেন দুজনেই। সেই সঙ্গে কেকেআর ওপেনার আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ এবং শাকিব আল হাসানের পরিবর্তে কেকেআর স্কোয়াডে জায়গা পাওয়া ইংলিশ ওপেনার জেসন রয় প্রতিপক্ষের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারেন।

আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেকেআরের স্পিনের জাদুতে লাগাম পড়াতে কিছুটা সতেজ উইকেট প্রস্তুত করা হতে পারে। সেক্ষেত্রে যে দল রান তাড়া করবে তারা কিছুটা সুবিধা পাবে। ইনিংসের শুরুর দিকে ফাস্ট বোলাররাও সাহায্য পাবেন এমনটা আশা করা যায়। সেক্ষেত্রে নাইট রাইডার্স শিবিরের উমেশ যাদব এবং গুজরাটের মহম্মদ শামির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে।

গুজরাট টাইটান্স সম্ভাব্য একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলঝারী জোসেফ, মহম্মদ শামি, যশ দয়াল

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারায়ণ, উমেশ যাদব, কুলবন্ত কেজরোলিয়া, বরুণ চক্রবর্তী

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর