১০টি প্রতিশ্রুতির Guarantee Card প্রকাশ, পদ্ম শিবিরের সঙ্গে টক্করে কেজরি

বাংলা হান্ট ডেস্কঃ  আগামী ৮ই ফেব্রুয়ারি রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচন। এই মুহুর্তে গোটা দেশজুড়ে সিএএ এবং এনআরসি নিয়ে প্রতিবাদের হাওয়া বইছে। তারই মধ্যে দিল্লির বিধানসভা নির্বাচন। স্বভাবতই কিছুটা চাপের মুখে রয়েছে গেরুয়া শিবির। এরই মধ্যে আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন একটি গ্যারান্টি কার্ড।

প্রথম ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করে ভোটের ময়দানে লড়াইয়ের বার্তা দিয়েই দিয়েছে আপ পার্টি। এবার আরও একধাপ এগিয়ে গেল কেজরিওয়ালের দল।

   

kejriwal guarantee card 660 190120021428

রবিবার একটি Guarantee Card প্রকাশ করল আম আদমি পার্টি। আপের তরফে ওই কার্ডের মাধ্যমে ১০টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দিল্লিবাসীকে। সাংবাদিক সম্মেলন করে গ্যারেন্টি কার্ড প্রকাশিত হয়। তবে পরিষ্কার জানানো হয়েছে এটা কোনও ইস্তেহার নয়। দিল্লির মানুষ যেসব সমস্যায় ভুগছেন, তা নিয়েই এই বিশেষ কার্ডের বিষয়।

কি কি রয়েছে এই কার্ডে?

  • ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা, একইসঙ্গে বিনামূল্যে দেওয়া হবে ২০০ ইউনিট বিদ্যুৎ
  • ২৪ ঘণ্টা পাণীয় জলের পরিষেবা, যা আগামী পাঁচ বছরে ২০ হাজার লিটার করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে
  • আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা
  • মহিলাদের পাশাপাশি পড়ুয়াদের বিনামূল্যে বাসে যাতায়াত
  • সরকারি বিদ্যালয়ে বিশ্বমানের পড়াশুনা
  • সুস্থা আবহাওয়া
  • যমুনার সংস্কার
  • প্রত্যেক বস্তিবাসীকে পাকা ঘড়
  • ৩০০ শতাংশ দূষণমুক্ত পরিবেশ
  • গোটা দিল্লিকে সিসিটিভির আওতায় মুড়ে ফেলা

kejri gg

একদিকে রাজধানী নিজেদের দখলে নেওয়ার চেষ্টা গেরুয়া শিবিরের, অন্যদিকে নিজেদের ক্ষমতা বাঁচিয়ে রাখার অসীম চেষ্টা কেজরিওয়াল সরকারের।  নির্বাচনের দিকে তাকিয়ে ১০টি প্রতিশ্রুতিবদ্ধ কার্ডও প্রকাশ করে ফেলল তারা। শেষ পর্যন্ত কি হয়, সময়ের দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

 

 

 

সম্পর্কিত খবর