বাংলা হান্ট ডেস্ক: বিশ্বাস ছিল স্কুলের প্রতি কিন্তু তা মেটেনি। পর্যাপ্ত শিক্ষক নেই হেয়ার স্কুলে। এই অবস্থার প্রতিবাদ জানাতে অভিভাবকরা অবরোধ করে কলেজস্ট্রিট। অভিযোগ স্কুলে মাত্র হাতেগোনা কয়েকজন শিক্ষক রয়েছেন। যদিও শিক্ষা মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন অবস্থার উন্নতি করবে কিন্তু তা এখনো হয়নি। তাই হেয়ার স্কুলের অবিভাবকরা সত্বর শিক্ষক নিয়োগের দাবিতে গণঅবস্থান করেন। যার জেরে অবরুদ্ধ কলেজস্ট্রিট, বন্ধ হয় যান চলাচল। বুধবার সকাল সকাল কলেজ স্ট্রিটের আশেপাশে বেশ কিছু জায়গায় অবরোধের প্রভাব পড়ে।
এর আগে ১৭ জুলাইয়ে অবরোধ করেছিল হেয়ার স্কুলের অভিবাবকরা। এবার ফের ২৮ অগাস্ট এই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। অভিভাবকদের অভিযোগ যে তাদের জানানো হয়েছিল স্কুলের সমস্যা এক মাসের মধ্যে মেটানো হবে, কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি তাই তারা এই রাস্তা অবরোধের পথ বেছে নিয়েছেন।
বর্তমানে হেয়ার স্কুলে ছাত্রের সংখ্যা সাড়ে পাঁচশো। কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উপস্থিত শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৮। এর মধ্যেই গত মাসে একজন শিক্ষক ইস্তফা দিয়েছেন। এ মাসে চলে যাবেন টিচার ইন চার্জ তনুশ্রী নাগ। যার ফলে এবার শিক্ষকের সংখ্যা কমে হবে ৭। যদিও মোট শিক্ষক-শিক্ষিকার সংখ্যা হবার কথা ১১। যার জেরে বেশিরভাগ দিনই ক্লাস হয় না স্কুলে। তাই ছাত্রদের পড়াশোনার খাতিরেই বুধবার সকালে স্কুলের সামনে অবরোধ শুরু করেন অভিভাবকরা।