বিরাট অনুপ্রেরণায় এবার ক্রিকেট শিখতে চলেছেন পেপ গুয়ার্দিওলা

বাংলা হান্ট ডেস্ক: বিশ্ব ফুটবলের ইতিহাসে হাতে গোণা কয়েকজন ব্যক্তিত্ব রয়েছেন, যারা বিশ্বের সবচেয়ে খেলাকে আরও সুন্দর করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাদের মধ্যে সবচেয়ে প্রথমের সারিতে নাম থাকবে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার।লা লিগা,বুন্দেশ লিগা, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতা একাধিকবার জয় করা এই কোচ বর্তমানে পড়েছেন ক্রিকেট প্রেমে।হ্যাঁ, ঠিকই পড়ছেন। ক্রিকেট প্রেমে।তবে গুয়ার্দিওলার ক্রিকেট প্রেম এমনি এমনি জাগেনি।বিরাট কোহলি অ্যান্ড কোং-এর পারফরম্যান্স দেখে বিশ্ব বিখ্যাত এই স্প্যানিশ কোচের মনে ক্রিকেট প্রেম জেগেছে।

https://www.instagram.com/p/CN-n9u1q-SD/?utm_source=ig_web_copy_link

 

আইপিএলে বৃহস্পতিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেবদুত পাদিক্কাল (১০১) ও বিরাট কোহলি(৭২), জোড়া ফলার দাপটে রাজস্থান রয়্যালসের ১৭৭ রানের টার্গেট কোনও উইকেট না হারিয়েই তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।বিরাট বাহিনীর এই জয়ের পর, কোহলির জার্সি হাতে নিয়ে সোশ্যাল একটি ভিডিও পোস্ট করেন গুয়ার্দিওলা। এবং সেখানে লেখেন, ‘এবার সময় এসেছে কিছু ক্রিকেট নিয়ম শেখার। বন্ধু বিরাট কোহলি তোমাকে ধন্যবাদ এই জার্সির জন্য।‘

গত বছর লকডাউন চলার সময় বিশ্ব বিখ্যাত একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা, যার সঙ্গে যুক্ত রয়েছেন বিরাট ও পেপ, অনলাইনে মুখোমুখি হয়েছিলেন, যেখানে তাঁদের আলোচনা হয়েছিল ক্রিকেট নিয়েও।দর্শক ছাড়া খেলা খেলোয়াড়দের জন্য কতটা কষ্টকর, সেটা নিয়েও আলোচনা হয়েছিল বিশ্বের অন্যতম দুই সফল ক্রীড়া ব্যক্তিত্বের।পেপ যে ক্রিকেট বা বিরাটকে ভোলেননি এদিনের ভিডিও থেকে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

 

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর