এই খুদেই আজ বাংলা সেরা সিরিয়ালের নায়িকা, চিনতে পারলেন?

বাংলাহান্ট ডেস্ক: পরনে নীল সাদা ফ্রক, মুখে উপচে পড়ছে হাসি। একঝাঁকি কচিকাঁচাদের মাঝে জন্মদিনের কেক কাটার জন‍্য এক্কেবারে রেডি বয়েজ কাট চুলের মিষ্টি মুখের মেয়েটা। এই পুঁচকে মেয়েই এখন বাংলা টেলিভিশন জগতের টপ অভিনেত্রী। দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রিতে। এমনকি পা রেখেছেন রাজনীতিতেও। চিনতে পারলেন?

ইনি অভিনেত্রী মানালি মনীষা দে (Manali Manisha Dey)। ৬ মে অভিনেত্রীর জন্মদিনে তাঁর ছোটবেলার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বাবা নিতাই দে। চোখের সামনে বড় হয়ে যাচ্ছে মেয়ে। তাঁর জন্মদিন উপলক্ষে তাই আবারো মানালির ছোটবেলাতে ফির গিয়েছেন তাঁর বাবা। আর ছবিগুলি ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

ei samay 1
মিষ্টি শুভেচ্ছা বার্তা দিয়েছেন মানালির স্বামী পরিচালক অভিমন‍্যু মুখোপাধ‍্যায়ও। দুজনের সিঁদুর খেলার একটি ছবি শেয়ার করেছেন তিনি। লাল সাদা শাড়িতে সেজেছেন মানালি। গালে লেগে রয়েছে সিঁদুর। আদর করে স্বামীর গালেও সিঁদুর ছুঁইয়ে দিচ্ছেন মানালি।

ছবির ক‍্যাপশনে অভিমন‍্যু লিখেছেন, ‘জন্মদিনে কি আর দেব তোমায় উপহার?? শুভ জন্মদিন। ভালো থাকিস, সর্বোপরি, ভালো রাখিস। বাকি কথা মুখোমুখি।’ ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মানালির জন‍্য।

IMG 20220506 212447
প্রসঙ্গত, ছোটপর্দায় মানালির প্রথম সিরিয়াল ‘বউ কথা কও’। ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ‘মৌরি’। তারপর থেকে একের পর এক সিরিয়াল, সিনেমা। নকশি কাঁথাতে মন জয়ের পর এখন ধুলোকণা সিরিয়ালে অভিনয় করছেন মানালি।

প্রসঙ্গত, করোনা আবহে ২০২০ র ১৫ ই অগাস্ট পরিচালক অভিমন‍্যুর সঙ্গে রেজিস্ট্রি সেরেছিলেন মানালি। ঘরোয়া অনুষ্ঠানে অতিথির সংখ‍্যা ছিল হাতে গোনা। অভিমন‍্যুর সঙ্গে অনেক দিনেরই প্রেম মানালির। সপ্তকের সঙ্গে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অভিমন‍্যুর সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই থেকে বন্ধুত্ব, তারপর প্রেম আর বিয়ে।

Niranjana Nag

সম্পর্কিত খবর