ছোট থেকেই পাকা বুড়ি! ঘোমটা মাথায় মিষ্টি এই খুদে এখন জি বাংলার হিট নায়িকা, চিনতে পারলেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ার দৌলতে ‘ভাইরাল’ (Viral) শব্দটার এখন এক নতুন অর্থ হয়েছে। দ্রুত খ‍্যাতি পেতে, লাইমলাইটে আসতে সকলেই এখন ভাইরাল হতে চায়। এখন বাদাম বিক্রেতা, মাছ বিক্রেতার স্বরচিত গানও যেমন ভাইরাল, আবার জাতীয় পুরস্কার জয়ী তালিম প্রাপ্ত শিল্পীর গানও ভাইরাল। একই ছাদের তলায় সব রকমের মানুষের বাস এই নেটপাড়ায়।

সবসময় চর্চায় থাকা যায় বলে বিনোদন দুনিয়ার মানুষদেরও পছন্দের জায়গা এই নেটমাধ‍্যম। ফটোশুট, রিল ভিডিওর মাধ‍্যমে অনুরাগীদের সঙ্গে সবসময় জুড়ে থাকেন তাঁরা। আর এর মধ‍্যে যদি কোনো ছবি বা ভিডিও নেটিজেনদের মনে ধরে যায় তাহলে সেটাও ভাইরাল। বিশেষ করে অভিনেতা অভিনেত্রীদের ছোটবেলার ছবি (Childhood Photo) খুব পছন্দ করেন নেটিজেনরা।


সম্প্রতি এমনি একটি ছবি বেশ চর্চায় রয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। হলুদ বাঁধনি প্রিন্টের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে এক খুদে। মুখে মিচকি হাসি। এই পুঁচকেই এখন টেলিপাড়ার একজন জনপ্রিয় অভিনেত্রী। প্রত‍্যেক সপ্তাহে সেরা টিআরপি তালিকায় জায়গা করে নেয় তাঁর সিরিয়াল। তিনি যেযন ছক্কা হাঁকাতে পারেন তেমনি শত্রুদের শায়েস্তাও করতে পারেন।

ইনি শিঞ্জিনী চক্রবর্তী‌ (Shinjinee Chakraborty)। সিরিয়ালপ্রেমী দর্শক অবশ‍্য তাঁকে চেনেন ‘উমা’ (Uma) হিসাবে। জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ‍্যে একটি উমা। ক্রিকেট প্রেমী মেয়ের গল্প নিয়ে শুরু হয়েছিল সিরিয়ালটি। নিজের পরিবারের সম্মান রক্ষার্থে এখন মাঠে মুখোমুখি টক্করে উমা আর খলনায়িকা আলিয়া।


শুরু থেকেই সিরিয়ালটি দর্শকদের প্রিয়। সেরা দশের টিআরপি তালিকায় প্রত‍্যেক সপ্তাহেই জায়গা করে নেয় উমা। পাশাপাশি সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ‍্যা ২ লাখের কাছাকাছি। রিল ভিডিও বানাতে ভালবাসেন শিঞ্জিনী। নিজের ছোটবেলা আর এখনকার ছবি দিয়েই রিলটি বানিয়েছেন তিনি।

https://www.instagram.com/reel/ChEdoRHPeaG/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/ChJ8FyYPOg0/?igshid=YmMyMTA2M2Y=

সম্প্রতি শোনা গিয়েছিল, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে ‘উমা’। তার জায়গায় আসবে জি এর নতুন সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। এ বিষয়ে অবশ‍্য চ‍্যানেলের তরফে এখনো কিছুই জানানো হয়নি। মুখ খোলেননি শিঞ্জিনী বা নীল কেউই।

X