ফ্রক পরা, বয়েজ কাট চুলের এই নায়িকারই একাধিক ব‍্যর্থ বিয়ে! সবসময় থাকেন চর্চায়, চিনতে পারলেন?

বাংলাহান্ট ডেস্ক: লাল হলুদ প্রিন্টের ফ্রক পরা, বয়েজ কাট চুলে গোলাপি হেয়ার ব‍্যান্ড। গম্ভীর মুখ করে যিনি ক‍্যামেরার সামনে পোজ দিয়েছেন তাঁকে চেনেন? এই বয়েজ কাট চুল এখন কাঁধ ছাপিয়ে গিয়েছে। তাঁকে এক ঝলক দেখার জন‍্য হা পিত‍্যেশ করে থাকেন কতশতই না ভক্তরা। টলিউডের (Tollywood) সবথেকে চর্চিত নায়িকা (Actress) এখন ইনিই।

দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। কাজ শুরু করেছিলেন শিশুশিল্পী হিসাবে। তারপর কম বয়সে বিয়ে। কিন্তু একাধিক বৈবাহিক জীবনেও শান্তি পাননি অভিনেত্রী। তাঁর অভিনয় কেরিয়ার থেকেও ব‍্যক্তিগত জীবনই বেশি চর্চায় থাকে। আর কি ইঙ্গিতের দরকার আছে?

Srabanti Chatterjee Images10
এই মিষ্টি মেয়েটিই এখন টলিউডের অন‍্যতম জনপ্রিয় নায়িকা, শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (Srabanti Chatterjee)। সোশ‍্যাল মিডিয়ায় একাধিক বার দেখা গিয়েছে ছবিটি। অভিনেত্রী নিজেও শেয়ার করেছেন। অনেক ছোটবেলায় অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। এক নাগাড়ে কাজ করে চলেছেন।

srabanti
প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের সঙ্গে ‘মায়ার বাঁধন’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী। স্কুলের পোশাক পরে ‘বুম্বাদা’র সঙ্গে অভিনয়ের দৃশ‍্যের স্মৃতি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। অনেক কিছু পরিবর্তন হলেও মুখের আদল খুব একটা বদলায়নি শ্রাবন্তীর। তাই একবার দেখলেই চিনে নেওয়া যায় টলি ডিভাকে।

IMG 20220525 004337
প্রসঙ্গত, আগামীতে ‘ভয় পেও না’ ছবিতে দেখা যাবে শ্রাবন্তীকে। পরিচালক অয়ন দত্তের এই ছবিটি হরর ঘরানার। ভূতে ভয় পেলেও চিত্রনাট‍্য শুনে অভিনয় করতে রাজি হয়েছেন শ্রাবন্তী। ছবিতে তাঁর চরিত্রের নাম অনন‍্যা। তাঁর বিপরীতে চিকিৎসক আকাশের চরিত্রে অভিনয় করবেন ওম সাহানি। তাঁরা স্বামী স্ত্রী। কিন্তু শাশুড়ির সঙ্গে একেবারেই বনিবনা নেই তমসার, বরং সম্পর্ক খুবই খারাপ বলা চলে।

https://www.instagram.com/p/Bznr_zGBxYz/?igshid=YmMyMTA2M2Y=

শেষে ভয় দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে তমসাকে তাড়ানোর চেষ্টাও করা হয়। এই ঘটনা থেকেই শুরু আরো এক রহস‍্যের। ওম শ্রাবন্তী ছাড়াও ছবিতে একটি আইটেম গানে নাচতে দেখা যাবে দর্শনা বণিককেও। আগামী ২৭ মে মুক্তি পেতে চলেছে ভয় পেও না।

Niranjana Nag

সম্পর্কিত খবর