চাকরিহারাদের ‘প্রক্সি’ দিতে অতিথি শিক্ষক, ১০০ দিনের কাজের কম বেতনেও চলছে শিক্ষকতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি কাণ্ডে ঠগ বাছতে গাঁ উজাড় হয়েছে। যোগ্য অযোগ্য আলাদা করতে না পেরে ২০১৬-র গোটা প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মুহূর্তের মধ্যে ‘নেই’ হয়ে গিয়েছে প্রায় ২৬ হাজারের চাকরি (School Teacher)। যোগ্য অযোগ্য মিলিয়ে যারা চাকরি হারিয়েছেন, তাদের তো মাথায় হাত পড়েছেই, অন্যদিকে অকূল পাথারে পড়েছে রাজ্যের বহু স্কুল। এক ধাক্কায় কার্যত শিক্ষক শূন্য হয়ে যেতে বসেছে স্কুলগুলি। মাত্র কয়েক জন শিক্ষক শিক্ষিকা (School Teacher) নিয়ে পড়ুয়াদের সামলাতে গিয়েই হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এমতাবস্থায় চাকরিহারাদের জায়গায় স্কুল সামাল দিতে আনা হয়েছে অতিথি শিক্ষকদের।

চাকরিহারাদের জায়গায় স্কুলে অতিথি শিক্ষক (School Teacher)

রাজ্যের প্রায় সর্বত্রই এসএসসি রায়ের প্রভাব স্পষ্ট। ২৬ হাজার চাকরিহারাদের মধ্যে ১৯ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন মুর্শিদাবাদের ধুলিয়ান গার্লস হাইস্কুলের। পড়ে রয়েছেন মোটে ৮ জন শিক্ষিকা (School Teacher)। এদিকে স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। আগে স্কুলে ছিল ২৭ জন শিক্ষক। তারপরেও আরো ৪৪ টা পদ খালি ছিল। কিন্তু শীর্ষ আদালতের একটি রায়ে ১৯ জন শিক্ষকের চাকরি ‘কাট’ হয়ে গিয়েছে। এমতাবস্থায় স্কুল চালাতে গিয়েই অতিথি শিক্ষকদের (School Teacher) শরণাপন্ন হয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু তাদের বেতনের অঙ্ক নিয়ে শিক্ষক মহলে শুরু হয়েছে বিতর্ক।

Guest teachers are appointed in place of school teacher

কী বলছেন প্রধান শিক্ষিকা: সূত্রের খবর বলছে, মুর্শিদাবাদের ওই স্কুলে ৩ হাজার টাকা করে বেতন দেওয়া হচ্ছে অতিথি শিক্ষকদের (School Teacher)। তাও আবার নাকি স্কুলেরই ফান্ড থেকে বের করে দেওয়া হচ্ছে এই টাকা। প্রধান শিক্ষিকা জানান, এর আগে বিভিন্ন সময়ে স্কুলের সঙ্গে যোগাযোগ করেছিলেন অনেকে। তখন অবশ্য এমন দুঃসময় শুরু হয়নি। শিক্ষকদের আকালও ছিল না। তবে এখন চাকরিহারাদের শূন্যস্থান পূরণ করতেই আপাতত তাদের মধ্যে থেকেই অতিথি শিক্ষক রাখা হয়েছে।

আরো পড়ুন : SSC রায়ের জের! বাতিল হয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সব খাতা? নতুন করে হবে পরীক্ষা? জানুন

কীভাবে আসছে বেতন: এখনো পর্যন্ত ৬ জন অতিথি শিক্ষক (School Teacher) স্কুলে নিযুক্ত করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষিকা। একবারে ১৯ জন শিক্ষক হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। তাই অতিথি শিক্ষক ছাড়া আপাতত গতি নেই। কিন্তু তাঁদের বেতন আসবে কোত্থেকে? তাই স্কুলের উন্নয়নের জন্য রাখা ফান্ড ভেঙেই মাসে ৩ হাজার টাকা সাম্মানিক তুলে দেওয়া হচ্ছে তাঁদের হাতে। শনিবার থেকেই অতিথি শিক্ষকরা (School Teacher) স্কুলে যোগ দিয়েছেন বলে খবর।

আরো পড়ুন : এবার যোগী স্টাইলে দিদি! নয়া আইন আনছে নবান্ন, প্রস্তাব পাশ হল মন্ত্রিসভায়

প্রসঙ্গত, বর্তমানে বেশ কিছু স্কুলেই চলছে পরীক্ষা। তার মধ্যে শিক্ষকরা চাকরি হারানোয় পড়াশোনা চলবে কী করে তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না স্কুল কর্তৃপক্ষরা। কিছু স্কুলে সাময়িক ভাবে বাতিল হয়েছে পরীক্ষাও। এদিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বরখাস্তের নোটিশ না আসা পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের কাজ চালিয়ে যেতে। যদিও তাতে রাজি নন অধিকাংশই। এবার ১০০ দিনের কাজের থেকেও কম বেতনে শিক্ষকতার খবরে নতুন করে বিতর্ক ছড়াল শিক্ষক মহলে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X