বাংলাহান্ট ডেস্কঃ করোনার (covid-19) দ্বিতীয় ঢেউ অনেক দিন আগেই রাজ্য এবং গোটা দেশে আছড়ে পড়েছে। তবে এই প্রথমবার বেশ কিছু নির্দেশিকা জারি করল নবান্ন। বাড়তে থাকা করোনার সংক্রমণের কথা মাথায় রেখে এই নির্দেশিকা জারি করল নবান্ন। যদি রাজ্যের এই নির্দেশিকা অমান্য করা হয়, সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধি ও বিপর্যয় ব্যবস্থাপনা আইনে কড়া শাস্তির বিষয়েও বলা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে-
বন্ধ থাকবে বিউটি পার্লার, শপিংমল, সিনেমা হল।
পাশাপাশি বন্ধ থাকছে স্পোর্টস কমপ্লেক্স, রেস্তোরাঁ ও বার, জিম, স্পা এবং সুইমিংপুলও।
নিষিদ্ধ থাকছে সাংস্কৃতিক, শিক্ষা, সামাজিক, বিনোদনমূলক অনুষ্ঠান ও জমায়েত।
সময়সীমা বেঁধে দেওয়া হল বাজারের ক্ষেত্রেও। সকাল ৭ থেকে ১০টা পর্যন্ত এবং দুপুরে ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তবে ওষুধের দোকান, অত্যাবশ্যকীয় জিনিসপত্র, মুদিখানা খোলা রাখা যাবে।
নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর কোনরকম জমায়েত করা যাবে না গণনাকেন্দ্রে। এমনকি করা যাবে না বিজয় মিছিলও।
সর্বোপরি নবান্নের এই নির্দেশিকা আজ থেকেই কার্যকর হতে শুরু করেছে।