ঝাড়খণ্ড থেকে গ্রেফতার দাউদের ঘনিষ্ঠ আবদুল মাজিদ, ২৪ বছর ধরে ছিল পলাতক

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাট ATS দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গি দাউদ ইব্রাহীমের (Dawood Ibrahim) ঘনিষ্ঠ আবদুল মাজিদ কুট্টিকে (Abdul Majid Kutti) ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছে। মাজিদ বিগত ২৪ বছর ধরে পলাতক ছিল। ধারণা করা হচ্ছে যে, আবদুল মাজিদের দাউদের অনেক রহস্য উন্মোচন করতে পারে।

এটিএস এর আধিকারিকরা জানান, কুট্টি কেরলের বাসিন্দা। সে ১৯৯৬ সালে ১০৬ টি পিস্তল, ৭৫০ টি কারতুস আর প্রায় চার কেজি আরডিএক্স জোগাড় করার অভিযোগে অভিযুক্ত ছিল। এক বরিষ্ঠ এটিএস আধিকারিক জানান, অন্য অভিযুক্তদের এর আগেই গ্রেফতার করা হয়েছিল। কিন্তু কুট্টি ২৪ বছর ধরে পলাতক ছিল আর সে ঝাড়খণ্ডে গাঁ ঢাকা দিয়েছিল।

আধিকারিক জানান, গোয়েন্দা সুত্রে কুট্টির ঝাড়খণ্ডের আস্তানার খবর পাওয়া যায়। এরপর এটিএস-এর একটি দল ঝাড়খণ্ডের দিকে রওনা দেয় আর তাকে গ্রেফতার করে। এটিএস অনুযায়ী, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম আর তার দল গুজরাট আর মুম্বাইয়ে শান্তি ভঙ্গ করার পরিকল্পনা করছিল সেই কারণে এত পরিমাণে হাতিয়ার জড় করছিল তারা।

এটিএস আধিকারিক বলেন, এই মামলায় গ্রেফতার অন্যনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল, তখনই কুট্টির নাম সামনে এসেছিল। আর তখন থেকেই সে পলাতক ছিল। আপাতত কুট্টিকে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে আর এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর