প্রধানমন্ত্রীর ভাইজিকে পুর নির্বাচনে টিকিট দিল না বিজেপি, বলল নিয়ম সবার জন্য এক

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাইজি সোনাল মোদীকে আহমেদাবাদ পৌর কর্পোরেশন নির্বাচনের জন্য টিকিট দিল না বিজেপি। দল প্রার্থীদের জন্য নতুন নিয়মের কথা উল্লেখ করে সোনলকে টিকিট দেবে না বলে জানিয়ে দেয়। বিজেপি আহমেদাবাদের পৌর কর্পোরেশন নির্বাচনের জন্য নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। আর সেই তালিকায় সোনাল মোদীর নাম নেই।

প্রধানমন্ত্রীর ভাইজি সোনাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আমি আহমেদাবাদ পৌর কর্পোরেশনের বোদকদেব ওয়ার্ড থেকে নির্বাচনের লড়ার জন্য বিজেপির থেকে টিকিট চেয়েছিলাম। সোনাল মোদী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদীর মেয়ে। প্রহ্লাদ মোদী আহমেদাবাদে একটি রেশন দোকান চালান।

বিজেপির তরফ থেকে বৃহস্পতিবার জারি করা প্রার্থীদের তালিকায় বোদকদেব অথবা কোনও অন্য ওয়ার্ড থেকে সোনালকে প্রার্থী বানানো হয়নি। গুজরাট বিজেপির রাজ্য সভাপতি সি আর পাতিলকে সোনলকে টিকিট কেন দেওয়া হয়নি জিজ্ঞাসা করা হলে উনি বলেন, নিয়ম সবার জন্য এক।

জানিয়ে রাখি, গুজরাট বিজেপি সম্প্রতি ঘোষণা করেছিল যে, দলের নেতার আত্মীয়দের আগামী নির্বাচনে টিকিট দেওয়া হবে না। যদিও, সোনাল মোদী জানান যে, তিনি প্রধানমন্ত্রীর ভাইজি হওয়ার জন্য না, দলের একজন সাধারণ কর্মী হিসেবে টিকিট চেয়ছিলেন।

বলে দিই, গুজরাটের রাজকোট, আহমেদাবাদ, বদোদরা, সুরাট, ভাবনগর আর জামনগর সমেয় মোট ছয়টি পৌর কর্পোরেশনের নির্বাচনের জন্য আগামী ২১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। এবং ৮১ টি পুরসভা, ৩১ টি জেলা পঞ্চায়েত আর ২৩১ টি তালুকা পঞ্চায়েত নির্বাচনের জন্য ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর