গুজরাটে গেরুয়া ঝড়ে উড়বে বিরোধীরা! বুথ ফেরত সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য

বাংলাহান্ট ডেস্ক : সোমবার ৫ ডিসেম্বর, বিকেল ৫টায় শেষ হল গুজরাট বিধানসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণ (Guajarat Election 2022)। এদিন ভোট পড়েছে প্রায় ৫৯ শতাংশ। এর আগে, গত ১ ডিসেম্বর গুজরাটের প্রথম দফার ভোট গ্রহণ করা হয়েছিল। ওই দিন ভোট পড়েছিল ৬৩ শতাংশ। ৮ ডিসেম্বর ভোটের ফল প্রকাশ করা হবে। গুজরাটে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি (BJP)।

গুজরাটে এবার প্রতিষ্ঠান বিরোধিতার মোকাবিলা করতে হচ্ছে বিজেপিকে। এই অবস্থায় কি ক্ষমতা ধরে রাখতে পারবে গেরুয়া শিবির? এই প্রশ্নের উত্তরের খোঁজ চলছে। ফল প্রকাশের আগেই তার আভাস মিলতে পারে বুথ ফেরত সমীক্ষায়।

১) টিভি ৯ ভারতবর্ষ গুজরাট এক্সিট পোল :

বিজেপি – ১২৫ থেকে ১৩০ টি আসন।
কংগ্রেস – ৪০ থেকে ৫০ টি আসন
আপ – ৩ থেকে ৫ টি আসন
অন্যান্য – ৩ থেকে ৭ টি আসন

অর্থাৎ একক গরিষ্ঠ দল হিসাবে গুজরাটে আবারও ক্ষমতায় আসছে বিজেপি।

২) রিপাবলিক গুজরাট এক্সিট পোল :

বিজেপি – ১২৮ থেকে ১৪৮ টি আসন
কংগ্রেস – ৩০ থেকে ৪২ টি আসন
আপ – ২ থেকে ১০ টি আসন
অন্যান্য – ০ থেকে ১০ টি আসন

এই সমীক্ষাতেও উঠেছে গেরুয়া ঝড়।

৩) নিউজ এক্স গুজরাট এক্সিট পোল :

বিজেপি – ১১৭ থেকে ১৪০ টি আসন
কংগ্রেস – ৩৪ থেকে ৫১ টি আসন
আপ – ৬ থেকে ১৩ টি আসন
অন্যান্য – ১ থেকে ২ টি সিট।

নিউজ এক্সের সমীক্ষাতেও স্পষ্ট যে ক্ষমতায় আসছে পদ্ম শিবিরই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর