ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটে! হু হু করে আগুন ছড়াল রাজকোটের গেমিং জোনে, মর্মান্তিক মৃত্যু ২৪ জনের

   

বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের আবহে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের (Fire Accident) ঘটনায় তোলপাড় গুজরাট (Gujrat)। রাজকোটের টিআরপি গেম জোনে বিধ্বংসী অগ্নিসংযোগের জেরে প্রাণ হারিয়েছেন ২৪ জন। তাদের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই এলাকায় অনেক শিশু ছিল। তাদের মধ্যে অন্তত ১৫-২০জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি ওই গেমিং জোনটি চালাতেন। এসির শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এরপরই দ্রুত ছড়াতে থাকে আগুন। গোটা এলাকাকে গ্রাস করেছিল আগুনের লেলিহান শিখা। আগুন লাগার পর প্রায় ১ কিলোমিটার এলাকা অবধি ধোঁয়া দেখা যায়। তবে, বর্তমানে দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরোও পড়ুন : SBSTC’র দারুন অফার পাহাড়প্রেমীদের জন্য! ট্রেনের থেকেও সস্তায় মিলছে AC বাসের টিকিট

ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে স্থানীয় পুলিশ, দমকল বাহিনী। এই ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই পটেলের সঙ্গে তাঁর কথা হয়েছে। এ বিষয়ে একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করে পুরো বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব জানিয়েছেন, “সন্ধে নাগাদ ভয়ংকর আগুন লাগে টিআরপি গেমিং জোনে। এখনও পর্যন্ত ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে।” পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, “পৌর নিগম এবং প্রশাসনকে টিআরপি গেমিং জোনের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজের জন্য যাবতীয় নির্দেশিকা দেওয়া হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর