WPL-এ হারের হ্যাটট্রিক করলো RCB! ডাঙ্কলির ব্যাটে ভর করে টুর্নামেন্টে প্রথম জয় পেল গুজরাট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজও অবস্থার পরিবর্তন হলো না। আজ মহিলা আইপিএলের গুজরাট জায়ান্টস (Gujrat Giants) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। দুই দলই আজকের আগে পর্যন্ত টুর্নামেন্টে জয়ের মুখ দেখেনি। তাই আজকের ম্যাচটি স্মৃতি মান্ধানাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ছিল স্নেহ রানাদের কাছেও। আজকের ম্যাচে স্নেহ রানা টসে জিতে গুজরাটকে প্রথমে ব্যাটিং করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল

আজ ব্যাট হাতে জ্বলে উঠেন ইংল্যান্ডের ২৪ বছর বয়সে তারকা সোফিয়া ডাঙ্কলি (Sophia Dunkly)। আজ মহিলা আইপিএলের এখনো পর্যন্ত দ্রুততম অর্ধশতরানের রেকর্ডটি নিজের নামে করে নিয়েছেন তিনি। ব্যাট হাতে ওপেন করে মোট ২৮ বল খেলে ১১ টি চার এবং ৩ টি ছক্কা সহ ৬৫ রান করে আউট হয়েছেন তিনি। ম্যাচের গতিপথে এখানেই নির্ধারিত হয়ে গিয়েছিল।

sophia dunkly

এরপর দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতরান করেন ভারতের তারকা ব্যাটার হার্লিন দেওলও। হার্লিন দেওলের ৪৫ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে জয়ের জন্য ২০২ রানের টার্গেট রেখেছিল গুজরাট জায়ান্টস। সাদারল্যান্ড, হেমলতা, গার্ডেনারাও কিছু গুরুত্বপূর্ণ ক্যামিও খেলে গিয়েছিলেন। মহিলা আইপিএলে এখনো পর্যন্ত এত বড় রানের টার্গেট চেজ করে কোন দল জিততে পারেনি। জিততে গেলে অসম্ভবকে সম্ভব করতে হতো স্মৃতি মান্ধানাদের।

এরপর ব্যাট করতে মানা না মাত্র ১৮ রান করে আউট হলেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন আরসিবির দুই তারকা সোফি ডিভাইন এবং অ্যালিসা পেরি (৩২)। ডিভাইন ৪৫ বলে ৬৬ রানের একটি ইনিংস খেলে মরিয়া চেষ্টা করেছিলেন। হিথার নাইট ১১ বলে ৩০ রানের একটি ক্যামিও খেলেছিলেন।

কিন্তু রিচা ঘোষ, কণিকা আহুজাদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ১৯০ রানের বেশি তুলতে পারেনি তারা। দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নেন গুজরাটের অলরাউন্ডার অ্যাশলে গার্ডেনার। এই হারের পর পয়েন্ট টেবিলের তলানিতে রইল আরসিবি। নিজেদের প্রথম জয় নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছানোর আশা বাঁচিয়ে রাখলো গুজরাট জায়ান্টস।


Reetabrata Deb

সম্পর্কিত খবর