বাংলা হান্ট ডেস্ক : সাইক্লোনে বিদ্ধস্ত গুজরাট (Gujarat)! চারিদিকে শুধু ক্ষয়ক্ষতির চিহ্ন। এরই মধ্যে প্রকাশ্যে এক চাঞ্চল্যকর খবর। অশান্তি ছড়িয়ে পড়ল একটি দরগাকে কেন্দ্র করে। একদল উন্মত্ত মানুষ পাথর ছুঁড়ল পুলিসকে লক্ষ্য করে। হামলায় আহত পুলিসের ডিএসপি, মহিলা পুলিসের পিএসআই সহ একাধিক পুলিস কর্তা। এখানেই শেষ নয়, পাথরবাজির পর পুলিস থানাতেও হামলা চালায় বিক্ষোভকারীরা।
জুনাগড়ের উপরকোট এলাকায় একটি অবৈধ দরগা রয়েছে। এটিকে নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সূত্রপাত হয় বহু আগে থেকেই। দরগাকে স্থানান্তর করার জন্য কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠায় প্রশাসন। নোটিশ পেয়েই ঘাবড়ে যায় ওই দরগার উপর বিশ্বাস রাখা মুসলমান সমাজ। এরপরই গতকাল শুক্রবার বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।
প্রতিবাদের মাঝে হিংসাত্মক ভিড় নিশানা করে পুলিসকে। তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। এই হামলায় পুলিসের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট এবং এক মহিলা পিএসআই জখম হন। এরপরও শান্ত হয়নি বিক্ষোভকারীদের ভিড়। সুযোগ বুঝে মজেবড়ী থানা আক্রমণ করে তারা। সেখানে রীতিমতো তাণ্ডব চালায়। একাধিক পুলিসের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
जूनागढ़ फाइल ट्वीट न. 2-
शुक्रवार के दिन ब्रेन डेड ज़ोम्बीज़ नारे ए तकबीर-अल्लाहु अकबर के नारों के साथ गुजरात के #जूनागढ़ में अराजकता की पारिस्थित उत्पन्न करते हुए।
पुलिस की गाड़ियो में आग लगाते हुए और अवैध दरगाह के पास आयी पुलिस चौकी पर हमला करते ज़ोम्बीज़। https://t.co/0DfRItGgbe pic.twitter.com/izwfxLD2hN— Kajal HINDUsthani (@kajal_jaihind) June 16, 2023
হিংস্র ভিড়কে সামলাতে বিরাট পুলিস বাহিনী মোতায়েন করা হয়। চালানো হয় লাঠি। ছোড়া হয় টিয়ার গ্যাস। এরপরই শান্ত করা সম্ভব হয় ওই ভিড়। শান্ত হয়ে আসে গোটা এলাকা। তবে এখনও থমথমে গোটা এলাকা। মোতায়েন রয়েছে বিরাট পুলিস বাহিনী। আপৎকালীন পরিস্থিতিকে সামলাতে হাজির র্যাপিড অ্যাকশন বাহিনীও।
সংবাদমাধ্যম সূত্রে খবর গতকাল সন্ধ্যা থেকে এলাকায় ভিড় জমতে শুরু করে। রাত ৯ টার মধ্যেই ২০০-৩০০ লোক জমে যায়। অবস্থা খারাপ দেখে পৌঁছে যায় পুলিস। ভিড় খালি করতে গিয়েই পুলিসের সঙ্গে ঝামেলা বাঁধে। তারপরই শুরু হয় পাথরবাজী।
जूनागढ़ में लोगो का पुलिस चौकी पर हमला, हमले में डिप्टी एसपी घायल, कई वाहनों में तोड़फ़ोड की,पुलिस ने गुस्साई भीड़ पर आंसू गैस के गोले दागे, दरगाह वैध है तो उसके प्रमाण पेश करने की नोटिस दिये जाने के बाद मामला बिगड़ा.@news24tvchannel @collectorjunag #Gujarat #Junagadh pic.twitter.com/47JsyIg8SW
— Thakur BhupendraSingh (@bhupendrajourno) June 17, 2023
যে দরগা নিয়ে এত কাণ্ড সেই দরগা জুনাগড়ের মজেবাড়ী গেটের সামনে দুটি রাস্তার একদম মাঝে অবস্থিত। প্রশাসনের তরফ দরগাকে স্থানান্তর করার জন্য নগর পরিকল্পনা দফতরকে নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, এই ধর্মীয় স্থল অবৈধ ভাবে তৈরি করা হয়েছে। পুরসভা পাঁচ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে আদেশ জারি করে৷ আর তারপরই শুরু হয় অশান্তি।