সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই লাগাতার হামলা, জম্মু-শ্রীনগরের পর ড্রোন গুজরাটেও! ব্ল্যাক আউট একাধিক এলাকায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টাও কাটল না। সংঘর্ষ বিরতি (Ceasefire Violation) লঙ্ঘন করে আবারও হামলার পথেই এগোলো পাকিস্তান। জম্মু, শ্রীনগর, আখনুর সেক্টর সহ একাধিক জায়গায় ড্রোন হামলার খবর পাওয়া গিয়েছে। একাধিক বিষ্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এবার গুজরাট থেকেও ড্রোন দেখতে পাওয়ার কথা জানালেন রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।

গুজরাটেও দেখা গেল পাকিস্তানি ড্রোন (Ceasefire Violation)

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘গুজরাটের কচ্ছ জেলায় একাধিক ড্রোন দেখা গিয়েছে। সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হবে এখন। সাবধানে থাকুন। আতঙ্কিত হবেন না’। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এক্স হ্যান্ডেলে জানান, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন তিনি।

খবর দেন গুজরাটে স্বরাষ্ট্রমন্ত্রী: আরো জানা গিয়েছে, কেন্দ্রীয় সংস্থার সঙ্গে হাত মিলিয়ে রাজ্য প্রশাসন স্থানীয়দের সুরক্ষার দিকগুলি নিশ্চিত করছে। অপরিহার্য বিষয়গুলির উপলব্ধতা থেকে পরিবহন, যোগাযোগ ব্যবস্থা যাতে ঠিক থাকে সেদিকে খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন : ৩ দিনের সংঘর্ষেই কোমর ভেঙে কুপোকাত! এই ৫ কারণেই ভারতের কাছে হাতজোড় করল পাকিস্তান

কাশ্মীরে একাধিক জায়গায় ড্রোন: এদিকে সংঘর্ষ বিরতি (Ceasefire Violation) লঙ্ঘন করার পরেই কাশ্মীরে একাধিক জায়গায় ড্রোন হামলার খবর পাওয়া যায়। শ্রীনগরে ডাল লেকের কাছে আকাশে দেখা যায় লাল উড়ন্ত আলো। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সংঘর্ষ বিরতির কী হল? শ্রীনগরে চতুর্দিকে বিষ্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে’। যদিও সেনার তরফে জানানো হয়েছে, শ্রীনগরে কথাও বিষ্ফোরণ হয়নি।

আরো পড়ুন : ‘নতুন জীবন দিল ভারত সরকার’, অপারেশন সিঁদুর-এর পর মৃত বিতান অধিকারীর স্ত্রীকে বড় সম্মান কেন্দ্রের

উল্লেখ্য, ANI সূত্রে খবর, এখনও পর্যন্ত সীমান্তবর্তী একাধিক জায়গায় সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। বারমেঢ়, ফিরোজপুর, জয়সলমের, শ্রীনগর, পাঠানকোট, জম্মু, মোগা, আরএস পুরার মতো এলাকায় আলো নিভিয়ে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X