গুজরাটের স্থানীয় নির্বাচনের গণনায় এগিয়ে বিজেপি, ফের লজ্জাজনক ফল কংগ্রেসের

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটে ৮১ নগর পালিকা, ৩১ জেলা পঞ্চায়েত আর ২৩১ টি তালুকা পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে আজ। গত রবিবার নির্বাচন হয়েছিল। পুরসভায় ৫৮.৮২ শতাংশ ভোট পড়েছিল। জেলা পঞ্চায়েতে ৬৫.৮০ শতাংশ আর তালুকা পঞ্চায়েতে ৬৬.৬০ শতাংশ ভোট পড়েছিল। প্রাথমিক গণনায় বিজেপি এগিয়ে।

bjp congress 2

১০ঃ৩০ পর্যন্ত গণনা অনুযায়ী

জেলা পঞ্চায়েত ৯৮০

  • বিজেপি – ১৪১
  • কংগ্রেস – ৩০
  • অন্য – ১

তহসিল পঞ্চায়েত ৪৭৭৪

  • বিজেপি – ৩৩০
  • কংগ্রেস – ৬৩
  • অন্য – ৫

নগর পালিকা ২৭২০

  • বিজেপি – ২৬১
  • কংগ্রেস – ৩৫
  • অন্য – ৩

রাজ্যের ৮১ নগর পালিকা, ৩১ জেলা পঞ্চায়েত আর ২৩১ টি তালুকা পঞ্চায়েতের জন্য ২৮ ফেব্রুয়ারি রবিবার ভোটগ্রহণ হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর