নাম নীরজ হলেই পাবেন ৫০১ টাকার ফ্রি পেট্রোল, স্বর্ণপদকের সম্মানে অভিনব অফার দিল এই পাম্প

বাংলা হান্ট ডেস্কঃ ১২১ বছর পর দেশের হয়ে অলিম্পিক মঞ্চে অ্যাথলেটিকসে পদক লাভ করে গোটা ভারতকে গর্বিত করেছেন নীরাজ চোপড়া। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা স্বর্ণপদক লাভ করলেও তা ছিল শুটিংয়ে। অ্যাথলেটিক্স বিভাগে এর আগে কোন স্বর্ণপদক পায়নি ভারত। তাই নীরজের এই কৃতিত্বে সারা দেশ খুশি হয়ে উঠবে এটাই স্বাভাবিক। শনিবার জ্যাভলিন থ্রোয়িং ইভেন্টে ৮৭.৫৮ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে এই পদক অর্জন করেন তিনি।

একদিকে যেমন তার জন্য ব্রত পালন করছিল তার গ্রামের বহু মানুষ, ভোলা বাবার কাছে প্রার্থনা করেছিল যে তাদের ‘নিজ্জু’ই সবচেয়ে দূরে বর্শা নিক্ষেপ করুক। তেমনই তাকে নিয়ে সোনার স্বপ্ন দেখছিল গোটা ভারতবর্ষ। আর তাই যে মুহূর্তে জয় এসেছে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন সকলেই। এবার এমনই এক দৃশ্য সামনে এলো গুজরাট থেকে।

নীরজের জয়ের আনন্দে দক্ষিণ গুজরাটের ভরুচ জেলার নেত্রং -এ অবস্থিত একটি পেট্রোল পাম্প এক অদ্ভুত অফার ঘোষণা করে। পাম্প মালিক আইয়ুব খান রীতিমতো নোটিশ লাগিয়ে জানান, “যে কারও নাম নীরজ হলে ভারতের এই স্বর্ণপদক জয়কে সম্মান জানিয়ে তাকে বিনা পয়সায় ৫০১ টাকার পেট্রোল দেবে এই পাম্প। শুধু এর জন্য তাকে দেখাতে হবে প্রয়োজনীয় পরিচয় পত্র।” পম্পে এই নোটিশ লাগানো হয় ৮ আগস্ট অর্থাৎ রবিবার, অফার কার্যকর ছিল সোমবার পর্যন্ত।

সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি নীরজ নামের প্রত্যেক গ্রাহককে বিনামূল্যে পেট্রোল দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অন্তর্গত এই পাম্পটি। একেই বোধহয় বলে খেলার জন্য আবেগ। আর অলিম্পিকের স্বর্ণপদকও তো সহজে আসে না দেশে। সবমিলিয়ে পাম্পের এই অফার এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর