নূর, রশিদের স্পিনের ভেল্কিতে ধ্বংস রাজস্থান! ঋদ্ধি, হার্দিকের ব্যাটে সহজ জয় পেল গুজরাট

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আবারও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট টাইটান্স (Gujrat Titans) প্রমাণ করলো কেন তারা গতবারের চ্যাম্পিয়ন। এর আগের ম্যাচে চলতি আইপিএলের (IPL 2023) লাস্ট বয় দিল্লি ক্যাপিটালসের কাছে হারটা যে কেবলমাত্র একটি অঘটন ছিল সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া নিজেই। তার আগে অবশ্য দলের দুই আফগান স্পিনার রশিদ খান ও নূর আহমেদ ধ্বংস করে দিয়েছিল রাজস্থান ব্যাটিংকে। এরপর ঋদ্ধি এবং হার্দিকের ব্যাটে ভর করে ৯ উইকেটে দুরন্ত জয় পায় গুজরাট

আজ নিজেদের ঘরের মাঠে টসে জিতে সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসকে প্রথমে ব্যাটিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত যে একেবারেই সঠিক ছিল না তা পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেকেই প্রমাণিত হতে থাকে। এর মাঝে গত ম্যাচে শতরান করা যশস্বী জয়সওয়াল রান আউট হওয়ায় বিপদ বেড়েছিল রাজস্থানের।

কিন্তু রশিদ খান এবং নূর আহমেদ আক্রমণে আসতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের মিডল অর্ডার। অধিনায়ক সঞ্জু স্যামসন একা কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ছাড়া আর কেউই আফগান স্পিনারদের বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ১৭.৫ ওভারে ১১৮ রান তুলেই অলআউট হয়ে যায় তারা। নিজের ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট নেন রশিদ। ২ উইকেট নেন নূর আহমেদ। সত্যি করে উইকেট নিয়েছেন শামি, হার্দিক ও জশুয়া লিটল।

এরপর আগ্রাসী ভাবে ব্যাটিং শুরু করেন ঋদ্ধিমান সাহা। কয়েকটি দৃষ্টিনন্দন শট বেরিয়ে আসে তার ব্যাট থেকে। বেশ কিছুক্ষণ ধীরগতিতে ব্যাটিং করার পর কিছু অসাধারণ শট খেলেন শুভমান গিল। তবে তিনি ৩৬ রান করে চাহালের শিকার হন। এরপর হার্দিক পান্ডিয়া মাঠে নেমে ঠিক করে নেন যে তিনি রান রেট যতটা সম্ভব ভালো করে দিয়ে যাবেন এবং ১৫ বলে ৩৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। ৪১ রান করে অপরাজিত থাকেন ঋদ্ধিমান সাহাও।

১৪ ওভারের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। আজকের জয়ের পর দশ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত সকলের নাগালের বাইরে গুজরাট। রাজস্থানের পয়েন্ট ১০ ম্যাচে ১০। গত ম্যাচে মুম্বাই এবং আজকে গুজরাটের কাছে হারের পর তারা বেশ কিছুটা চাপে পড়ে গেল।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর