সোমবারও IPL ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে হবে এমন এক কান্ড, যা আপনার চোখেও জল আনবে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল আইপিএল ফাইনালের (IPL Final) জন্য যোগ্যতা অর্জন করেছিল গোটা টুর্নামেন্ট দুই দুর্দান্ত ছন্দে থাকা দল গুজরাট টাইটান্স (Gujrat Titans) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার মারাত্মক বৃষ্টির কারণে মাঠেই নামা হয়নি দুই দলের।

ম্যাচের দায়িত্বপ্রাপ্ত আম্পায়াররা রাত ১১টা অবধি অপেক্ষা করে জানিয়ে দেন যে মাঠ খেলা শুরু করার মতো অবস্থায় নেই। ফলে সোমবার, অর্থাৎ ২৯ শে মে দুই দল ফের একবার মাঠে নামবে নিজেদের শিরোপা দখলের লড়াইয়ে। এতে মাঠে আসা অনেক ভক্তই সমস্যায় পড়ে।

তবে সোমবারও যদি বৃষ্টির কারণে এই ম্যাচ আয়োজন না করা যায় তবে কি হবে। জানা গিয়েছে গুজরাট টাইটান্সের হাতে তুলে দেওয়া হবে ট্রফি। কারণ আইপিএলের পয়েন্টস টেবিলে তারা সিএসকের চেয়ে ভালো জায়গায় শেষ করেছিল। ২০ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে অভিযান শেষ করেছিল ঋদ্ধিমান সাহারা। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ধোনির সিএসকে।

Ipl final

এর আগে দুই দলের মধ্যে চলতি মরশুমে মোট ৩ বার সাক্ষাৎ হয়েছে, যার মধ্যে দুইবারই জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। প্রথম কোয়ালিফায়ারে অবশ্য হার্দিকের দলকে হারতে হয়েছিল ধোনির মগজাস্ত্রের কাছে।

গুজরাট টাইটান্সের লক্ষ্য টানা নিজেদের দ্বিতীয় মরশুমে, দ্বিতীয় আইপিএল জয়। অপরদিকে চেন্নাইয়ের লক্ষ্য নিজেদের পঞ্চম ট্রফি জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলা। সোমবার কে লক্ষ্যে সফল হয় সেটাই দেখার।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর