ধর্ষণের মামলায় জেলে! জামিন মিলতেই ৭০ বছরের একই নির্যাতিতাকে আবার ধর্ষণ করল ৩৫-এর যুবক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শুধু ক্যালেন্ডারেই বদলাচ্ছে দিন-মাস-বছর। কিন্তু সমাজের বাস্তব চিত্রটা বদলাইনি একটুও। দিল্লির নির্ভয়া কান্ড থেকে কলকাতার অতি সাম্প্রতিক আরজিকর কাণ্ড। প্রতিটি ক্ষেত্রেই নির্মম ধর্ষণকাণ্ডে (Rape) কেঁপে উঠেছিল গোটা দেশ। আট থেকে আশি বয়স যাই হোক না কেন, যৌন লালসার  হাত থেকে রেহাই পাচ্ছে না কেউ।

একই নির্যাতিতাকে ধর্ষণ (Rape) করল ৩৫-এর যুবক

অথচ এই ঘৃণ্য অপরাধ করার পরেও দিব্যি খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে ধর্ষকরা। তারপর আবার তাদের যৌন নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা। সম্প্রতি এমনই এক ধর্ষণের (Rape) মামলায় সদ্য জামিন পেয়েছিলেন গুজরাটের এক যুবক। কিন্তু জেল থেকে বেরোনোর পর কোনো রকম অনুতাপ অনুশোচনা তো দূরে থাক পরিবর্তে ওই যুবক আবারও সেই পুরনো নির্যাতিতাকেই ধর্ষণ করে।

জানা যাচ্ছে,বছর ৩৫-এর ওই যুবক ১৮ মাস আগেই একই নির্যাতিতাকে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। অভিযোগ ১৫ ডিসেম্বর এবং ২২ ডিসেম্বর ৭০ বছর বয়সী ওই নির্যাতিতাকে তার কুঁড়ে ঘরে ঢুকে ধর্ষণ করে এসেছিল ওই কীর্তিমান যুবক।

আরও পড়ুন: মঞ্জুর! RG Kar-কাণ্ডে বিরাট সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের

এমনকি তাকে শাসিয়ে বলে এসেছিল বিষয়টি নিয়ে মুখ খুললে তার পরিণতি নাকি ভয়ঙ্কর হবে। তারপর ওই গুজরাতের  ভারুচের ওই বৃদ্ধা আমোদ থানায় একটি এফআইআর দায়ের করেন। তারপরে অভিযুক্তকে ধরতে অপরাধ শাখা, বিশেষ অপারেশন গ্রুপ এবং পুলিশের একটি দল গঠন করা হয়েছে বলে খবর।

Rape

পুলিশ সূত্রে জানা যাচ্ছে,ওই অভিযুক্ত যুবকের নাম শৈলেশ রাঠৌড়। ওই একই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ওই অভিযুক্ত যুবক ১৮ মাস আগেই জেল খেটেছিল। তবে বর্তমানে জামিন পেয়ে বাইরে বেরিয়ে এসেছিল সে। এরই মধ্যে আরও একবার ওই একই নির্যাতিতাকেই ধর্ষণের অভিযোগ উঠেছে শৈলেশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় চলছে সারা দেশে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X