গিল, মিলারের দুর্দান্ত ব্যাটিংয়ের পর নুর, রশিদের দুরন্ত বোলিং! বড় ব্যবধানে মুম্বাইকে হারালো গুজরাট

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গুজরাট টাইটান্সের কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের শোচনীয় হার দিয়ে সম্পূর্ণ হলো চলতি আইপিএলের অর্ধেক পর্ব। শুভমান গিল, অভিনব মনোহর, ডেভিড মিলারদের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ২০৭ রানের স্কোর তুলেছিল গুজরাট। নুর আহমেদ, রশিদ খান, মোহিত শর্মার অসাধারন বোলিংয়ে ভর করে ৫৫ রানের ব্যবধানে রোহিত শর্মাদের হারিয়ে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে পয়েন্ট তালিকায় ছুঁয়ে ফেললো হার্দিকের গুজরাট।

আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্তই নিয়েছেন রোহিত। আজ বোলিং করতে এসে অর্জুন টেন্ডুলকারের কৃপণ বোলিংয়ে ভর করে শুরুটা ভালো করেছিল মুম্বাই। গত ম্যাচের দুই নায়ক ঋদ্ধিমান সাহা ও হার্দিক পান্ডিয়াকে দ্রুত ফিরিয়ে দিয়েছিলেন অর্জুন ও পীযুষ চাওলা। এরপর বিজয় শঙ্করের উইকেটও নিয়েছিলেন পীযূষ। অর্জুন টেন্ডুলকার পাওয়ার প্লে-তে অত্যন্ত কৃপণ বোলিং করেছিলেন।

কিন্তু শুভমান গিল আক্রমণাত্মক ব্যাটিং করে ৩৪ বলে ৫৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। হার্দিক পান্ডিয়া এবং বিজয় শঙ্কর আজ বড় কিছু করতে না পারলেও ডেভিড মিলার (৪৬) এবং অভিনব মনোহর (৪২) অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করেন। শেষদিকে ৫ বলে ২০ রানের একটি অসাধারণ ক্যামিও খেলেন রাহুল তেওয়াটিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২টি উইকেট নেন পীযূষ চাওলা। পাওয়ার প্লে-তে ২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন অর্জুন।

রানতারা করতে নেমে নতুন বল হাতে অসাধারণ বোলিং করেন মহম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিষানকে নড়তেই দেননি তারা। হার্দিক রোহিতকে আউট করেন। ঈশান ও ফর্মে থাকা তিলক ভার্মাকে ড্রেসিংরুমে ফেরত পাঠান রশিদ খান (২/২৭)। আজ পার্পেল ক্যাপও তার দখলে চলে এসেছে।

এরপর অবশ্য ক্যামেরন গ্রিন (৩৩) এবং সূর্যকুমার যাদব (২৩) কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু তারা পুরোপুরি ভয়ংকর হয়ে ওঠার আগেই রশিদের আফগান সতীর্থ নুর আহমেদ (৩/৩৭) তাদের দুজনকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন। সেই সঙ্গে টিম ডেভিডকেও খাতা খোলার আগে ফেরত পাঠান তিনি। ১১ ওভার শেষ হওয়ার আগেই খেলা কার্যত শেষ হয়ে যায়। নেহাল ওয়াহাদেরা ২১ বলে ৪০ রানের একটু ইনিংস খেলে মুম্বাইকে মুম্বাইকে দেড়শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন। ৮ বলে ১৩ রান করেন সচিনপুত্র অর্জুন টেন্ডুলকার। নির্ধারিত করিও হারে ৯ উইকেট খুইয়ে ১৫২ রানের বেশি তুলতে পারেনি মুম্বাই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর