২৫০ বছরে দেখা মিলল ব্রহ্ম ধনুষ, গুজরাট সাক্ষী থাকল বিরলতম দৃশ্যের

Published On:

বাংলা হান্ট ডেস্ক : সাত রঙের বিচ্ছ‌ুরণে আসাধারণ দেখতে এক দৃশ্য,এক অভিনব মুহুর্তের সাক্ষী থাকল গুজরাট।চোখ জুড়িয়ে যাওয়া এক খনের সৃষ্টি হল যে খনের দেখা মেলে ২৫০ বছরে একবার জানা যায় এই বলয়কে ব্রহ্ম ধনুষ বলে।

প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতিতেও প্রকৃতির অসাধারণ সৌন্দর্য চাক্ষুস করার সৌভাগ্য হল গুজরাতবাসীর ৷
হঠাৎ বৃষ্টি ধোয়া আকাশে দেখা গেল ব্রহ্ম ধনুষ। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা একটি ভিডিও পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে, সূর্যের চারপাশ ঘিরে তৈরি হয়েছে অসাধারণ একটি রামধনু বলয় ৷ সাত রঙের বিচ্ছ‌ুরণে আসাধারণ দেখতে লাগছে সেই দৃশ্য ৷এ মুহূর্ত মনে থাকার,মনে রাখার মুহূর্ত।

সম্পর্কিত খবর

X