বাংলা হান্ট ডেস্ক: ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ (Gukesh Dommaraju) সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত বৃহস্পতিবার ইতিহাস তৈরি করেছেন। ১৮ বছর বয়সী গুকেশ চিনের ডিং লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু, এবার তাঁর এই ঐতিহাসিক জয়কে ঘিরেই উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগও আনা হচ্ছে।
এমতাবস্থায়, গুকেশের (Gukesh Dommaraju) জয় ফিক্সিংয়ের কারণেই ঘটেছে বলে মনে করেছেন রাশিয়ান দাবা ফেডারেশনের সভাপতি আন্দ্রে ফিলাতেভ। তিনি চিনা খেলোয়াড় লিরেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফাইনাল ম্যাচে হেরে যাবার অভিযোগ এনেছেন। শুধু তাই নয়, তিনি এই বিষয়ে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (FIDE) কাছে তদন্তের দাবিও জানিয়েছেন।
The President of the Chess Federation of Russia, FIDE honorary member Andrei Filatov, accuses Ding Liren of losing on purpose, and asks @FIDE_chess to start an investigation:@FIDE_chess @tassagency_en https://t.co/mPpSjwj2xK pic.twitter.com/SANqHdhVEI
— Peter Heine Nielsen (@PHChess) December 12, 2024
“লিরেনকে হারানো কঠিন ছিল: রুশ বার্তা সংস্থাকে উদ্ধৃত করে রাশিয়ার এহেন আপত্তি ও তদন্তের দাবির তথ্য দিয়েছেন ইউক্রেনের দাবা প্রশিক্ষক পিটার হেইন নিলসেন। বার্তা সংস্থাটি বলেছে যে “বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের ফলাফলে পেশাদার এবং দাবা অনুরাগীরা সন্তুষ্ট নন।”
আরও পড়ুন: জেতা ছাড়া আর নেই উপায়! তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন বড় পরিবর্তন, সামনে এল আপডেট
আরও জানানো গিয়েছে, “গুকেশের (Gukesh Dommaraju) বিরুদ্ধে ফাইনাল ম্যাচে, ফলাফল রাউন্ডের সময়ে চিনা খেলোয়াড় এমন কিছু পদক্ষেপ করেছিলেন যা সন্দেহ জাগায়। FIDE-এর আলাদাভাবে এটি পর্যবেক্ষণ করা উচিত। ডিং লিরেন ওই ম্যাচে যে অবস্থায় ছিলেন, সেখান থেকে প্রথম শ্রেণির একজন খেলোয়াড়ের পক্ষে হেরে যাওয়া কঠিন। মনে হচ্ছে চাইনিজ খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে ম্যাচটি হেরেছেন এবং এটি অনেক প্রশ্ন উত্থাপন করে।”
আরও পড়ুন: IPL-এর আগে বড় ঝটকা! গুরুতর চোটের সম্মুখীন KKR-এর তারকা প্লেয়ার, বাদ পড়লেন সিরিজ থেকে
শেষ রাউন্ডে আসে জয়: জানিয়ে রাখি যে, গত বছর ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন চিনের ডিং লিরেন। এই বছরও তিনি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে লড়াই শুরু করেছিলেন। সিঙ্গাপুরে গত কয়েকদিন ধরেই ভারতের ডি গুকেশের (Gukesh Dommaraju) সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা চলছিল তাঁর। ১৩ রাউন্ডের ম্যাচে, উভয় খেলোয়াড়ই ২ টি জয় হাসিল করেছিলেন এবং ৯ টি ম্যাচ ড্র হয়েছিল। চ্যাম্পিয়নশিপের ১৪ তম এবং শেষ রাউন্ডটি গত ১২ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সম্পন্ন হয়। এই ফলাফল নির্ধারণকারী ম্যাচে, ১৮ বছর বয়সী গুকেশ চিনা গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে ৭.৫-৬.৫ ব্যবধানে শিরোপা জিতে নেন।