বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে দাবার জগতে যার নাম রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনি হলেন ভারতের ডি গুকেশ (Gukesh Dommaraju)। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ডি গুকেশের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। বিগত একমাস ধরে লাইমলাইটে থাকা গুকেশ আগামী ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির কাছ থেকে খেলরত্ন পুরস্কার পাবেন।
কি জানিয়েছেন গুকেশ (Gukesh Dommaraju):
এদিকে, গত বছরের মতো, এই বছরটিও ডি গুকেশের (Gukesh Dommaraju) জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই তিনি প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না। ভারতের প্রতিভাবান এই দাবাড়ু এবার ২০২৫ সালের চ্যালেঞ্জিং বছরের মুখোমুখি হওয়ার জন্য তাঁর ফোকাস এবং টার্গেট পুনরায় সেট করতে চান।
নতুন লক্ষ্যে মনোযোগ: জানিয়ে রাখি যে, গুকেশ (Gukesh Dommaraju) নেদারল্যান্ডসের উইজক আ্যান জি-তে আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া টাটা স্টিল টুর্নামেন্টে অংশ নেবেন। যেখানে অনীশ গিরি থেকে শুরু করে অর্জুন এরিগেসি, ফ্যাবিয়ানো কারুয়ানা এবং আর প্রজ্ঞানন্দের মতো শীর্ষ খেলোয়াড়রাও উপস্থিত থাকবেন। এদিকে, গত রবিবার ওয়েস্টব্রিজ ক্যাপিটাল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গুকেশ সংবাদমাধ্যমকে জানান যে, “হ্যাঁ, ২০২৫ সাল একাধিক চ্যালেঞ্জ উপস্থাপন করবে। অনেক নতুন এবং আকর্ষণীয় টুর্নামেন্ট হবে।”
আরও পড়ুন: বর্ডার-গাভাস্কার ট্রফিতে শোচনীয় হার! ভারতের ব্যাটারদের ধুয়ে দিলেন সৌরভ, স্পষ্ট জানালেন…..
গুকেশ (Gukesh Dommaraju) আরও জানান, “বিশ্ব চ্যাম্পিয়নশিপ এখন অতীতের বিষয়। আমি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এবং সমস্ত পুরস্কার জিতে খুব খুশি। তবে এখন নতুন লক্ষ্য, নতুন টুর্নামেন্ট এবং প্রস্তুতির নতুন উপায় নিয়ে ভাবতে শুরু করেছি। লক্ষ্য ও ফোকাস একই থাকবে। আমার সেরাটা দেওয়ার জন্য, নিজেকে আরও উন্নত করতে থাকব এবং যতটা সম্ভব টুর্নামেন্ট জেতার দিকে নজর দেব।”
আরও পড়ুন: অস্ট্রেলিয়াতে হারের জের! রোহিত শর্মা সহ এই ৩ খেলোয়াড় দল থেকে পড়বেন বাদ, হয়ে গেল কনফার্ম
কি জানিয়েছেন বিশ্বনাথন আনন্দ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং গুকেশের (Gukesh Dommaraju) পরামর্শদাতা বিশ্বনাথন আনন্দ বলেছেন, তাঁর শিষ্যের জয় আবারও দাবার দিকে মনোযোগ ফিরিয়ে নিয়ে এসেছে। আনন্দ জানান যে, “আমি মনে করি সবার ফোকাস আবার দাবার দিকে চলে গেছে। গুকেশ অবশ্যই নেতৃত্ব দেবে, বিশেষত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে। এখন মানুষ টুর্নামেন্টে কোনও ভারতীয় খেলবেন কিনা তা দেখতে আগ্রহী এবং দ্বিতীয় প্রভাব হল তরুণ খেলোয়াড়রা খেলাধূলা করতে অনুপ্রাণিত হবে। যেটির প্রভাব আরও গভীর।”