কঙ্গনা-তাপসী ছাড়া অন‍্য বলিউড সদস‍্যদের মেরুদণ্ড বলে কিচ্ছু নেই: গুল পনাগ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির সদস‍্যরাই একাধিক বার এই জগৎটার বিরুদ্ধে সরব হয়েছেন। সম্প্রতি প্রাক্তন অভিনেত্রী গুল পনাগ (Gul Panag) বলিউড সদস‍্যদের বিরুদ্ধে এক বিষ্ফোরক অভিযোগ এনেছেন। তাঁর দাবি, বলিউড সদস‍্যদের নাকি মেরুদণ্ড বলে কিছু নেই। ব‍্যতিক্রম কঙ্গনা রানাওয়াত এবং তাপসী পন্নু।

ঠিক কী বলেছেন গুল পনাগ? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কঙ্গনাকে সবসময়ই রাজনৈতিক ব‍্যাপারে সক্রিয় থাকতে দেখেন তিনি। তাপসীও একই কাজ করেন। কিন্তু বলিউডের কোনো পুরুষ সদস‍্যদের এমনটা করতে দেখেননি তিনি সাম্প্রতিক সময়ে। গুল পনাগ বলেন, “আশা করি তাড়াতাড়ি তারা নিজেদের মেরুদণ্ড খুঁজে পাবেন। তবে এই দুই অভিনেত্রীর নিজের মেরুদণ্ড রয়েছে।”


সঙ্গে প্রাক্তন অভিনেত্রী এও বলেন, কঙ্গনা যা বলেন সবকিছুর সঙ্গে তিনি সহমত হন না। এমন অনেক কিছুই তিনি বলেন যার গুল পনাগ সমর্থন করতে পারেন না। কিন্তু একথা অস্বীকার করার জো নেই যে কঙ্গনার মেরুদণ্ড টানটান। যথেষ্ট তেজ আছে তাঁর। ঠিক তেমনি তাপসীরও শিরদাঁড়া সোজা। অভিনেত্রী বলেন, কঙ্গনা এবং তাপসী ভবিষ‍্যতে সক্রিয় রাজনীতিতে যোগ দিলে তিনি অবাক হবেন না।

প্রসঙ্গত, মডেলিং জগৎ থেকে অভিনয়ে পা রেখেছিলেন গুল পনাগ। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশও নিয়েছিলেন তিনি। প্রায় দু দশক বলিউডে ছিলেন গুল পনাগ। একাধিক ছবিতে অভিনয় করলেও অভিনেত্রী হিসাবে কেরিয়ার বজায় রাখতে পারেননি তিনি।


বরং রাজনৈতিক জগতে কেরিয়ার শুরু করেন গুশ পনাগ। কয়েক বছর আগে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৪ সালের লোকসভা অনুষ্ঠানে চণ্ডীগড়ের আসনে প্রতিযোগিতাও করেছিলেন। যদিও জিততে পারেননি গুল পনাগ।

X