মোদি পাকিস্তানকে ভয় পেলে সেনায় ৩০ শতাংশ মুসলিম নিয়োগ করুক! বিস্ফোরক JDU নেতা

বাংলা হান্ট ডেস্ক : সেনা নিয়ে বিতর্কের জেরে সংবাদ শিরোনামে উঠে এলেন বিহারের জনতা দল ইউনাইটেডের (JDU) এক নেতা। প্রাক্তন বিধান পরিষদের সদস্য গুলাম রসুল বেলায়াভি দাবি করেন, ‘মোদি যদি পাকিস্তানকে ভয় পান, তাহলে তাকে শায়েস্তা করতে হলে ভারতীয় সেনার ৩০ শতাং মুসলমানকে নিয়োগ করতে হবে।’ এই মন্তব্যের পরই ঝড় ওঠে গোটা দেশ জুড়ে।

জেডিইউ নেতা গোলাম রসুলের দাবি পাকিস্তানকে জব্দ করতে পারছেন না মোদি। তিনি বলেন, ‘যদি প্রধানমন্ত্রী মোদি ভয় পান পাকিস্তানকে, তাহলে তাঁর উচিত সেনাবাহিনীতে ৩০ শতাংশ মুসলমানদের নিয়োগ করা। তাঁরাই একমাত্র পাকিস্তানকে জবাব দিতে পারে।’ এখানেই থামেন নি ওই প্রাক্তন বিধান পরিষদের সদস্য। তিনি আরও বলেন, ‘পাকিস্তান যখন মিসাইল নিয়ে ভারতকে হুমকি দিচ্ছিল, তখন নাগপুর থেকে কোনও বাবা তার উত্তর দেননি। যিনি উত্তর দেন তিনি একজন মুসলমান মানুষই। তিনি এপিজে আব্দুল কালাম।’

   

গোলাম রসুল এদিন তাঁর ভাষণে ইরাদা-ই শহরিয়ার উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাবা রামদেব ভারতীয় নন। তাঁর সঙ্গে লস্কর – ই – তৈবার যোগ রয়েছে।’ তিনি দাবি করেন, বাবা রামদেবের বিরুদ্ধে তদন্ত করা উচিত। কিভাবে বাবা রামদেব এত সম্পত্তির মালিক হল? পতঞ্জলির পুরো ব্যাবসা পদ্ধতি নিয়েই এদিন সন্দেহ প্রকাশ করেন ওই জেডিইউ নেতা।

gulam 2

এদিনের ভাষনে গোলাম রসুল সরাসরি আক্রমণ করেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি বলেন, ‘কোথা থেকে এল এই বাগেশ্বর ধাম? কে এই ধীরেন্দ্র শাস্ত্রী? আমরা শুধুমাত্র সংবিধানকে মানি। বিচারব্যাবস্থাকে মেনে চলি। ভারতে এই জাতীয় মানুষদের কোনও স্থান নেই। চটকদার পোশাক পরে সেজেগুজে আমাদের ভোলানো যাবে না।’

তবে এই প্রথম নয়। এর আগেও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে নীতিশ কুমারের দল জেডিইউয়ের প্রথম সারির নেতা গুলাম রসুল বেলায়াভিকে বলতে শোনা যায়, ‘নূপুর শর্মা যখন পয়গম্বরকে অপমান করল, তখন একজন তথাকথিত ধর্মনিরপেক্ষ নেতাও ওই পাগল মহিলার গ্রেফতারের দাবি করেনি।’ তাঁর বক্তব্য, আজ আমরা কারবালার প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি। যদি আর কেউ মহম্মদকে অপমান করার দুঃসাহস দেখায় তাহলে মুসলমানরা গোটা দেশকে কারবালা বানিয়ে দেবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর