বাংলা হান্ট ডেস্কঃ ডায়মন্ড হারবারে (Diamond Harbour) প্রশাসনিক বৈঠক করছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উপস্থিত তাবড় তাবড় প্রশাসনিক আধিকারিকরা আর এর মাঝে আচমকাই চলল গুলি। মুহুর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশের জালে এক যুবক।
ঘটনার কেন্দ্রস্থল ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবন।এদিন রবীন্দ্র ভবনে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক থেকে শুরু করে এসপি পদমর্যাদার সকল আধিকারিকরা। তবে জেলাশাসক সুমিত গুপ্ত, এসপি, সকল শীর্ষ আধিকারিক এবং প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের উপস্থিতিতে আচমকাই গুলির আওয়াজ শুনে হতবাক হয়ে পড়েন সকলে।
সূত্রের খবর, এদিন বৈঠক স্থল থেকে মাত্র কিছু দূরত্বে গুলি চলে। পরবর্তীতে জানা যায়, কপাটহাট এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলাকালীন গুলি চালায় বাপ্পা মোল্লা নামে এক যুবক। পরবর্ততে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর।
তবে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সকল প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে মাত্র ঢিল ছোড়া দূরত্বে কিভাবে গুলি চলার ঘটনা ঘটলো, সে প্রসঙ্গে এখনো কোনো স্পষ্ট ধারণা কিংবা সরকারি বিবৃতি মেলেনি। তবে এই ঘটনায় ইতিমধ্যেই এক যুবককে আটক করেছে প্রশাসন। এই ঘটনার সঙ্গে নাশকতার কোন রকম যোগ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, ডায়মন্ড হারবারের উক্ত বিয়ে বাড়িতে আমন্ত্রিত এক যুবক মত্ত অবস্থায় অনুষ্ঠানে প্রবেশ করে এবং পরবর্তীতে বিয়ে বাড়িতে উপস্থিত লোকজনের সাথে ঝামেলা বাঁধলে আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে গুলি চালায় সে। যদিও পরবর্তীতে বৈঠক শেষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যে এলাকার পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।