মুখের আওয়াজে গুলির শব্দ, ফন্দি এঁটে অপরাধী ধরল পুলিশ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত ১৪ই অক্টোবর লখনউ থেকে ৩৭০ কিলোমিটার দূরে সাম্ভাল জেলায় অপরাধী ধরতে গিয়ে, গুলি না চালিয়ে কেবলই মুখ থেকে গুলির শব্দ বার করে অপরাধী ধরল তারা।

হাতে পিস্তল থাকলেও, পিস্তলে কিছু সমস্যা দেখা দেওয়ার জন্য বুদ্ধি খাঁটিয়ে এই পন্থা অবলম্বন করল তারা।

ভিডিওটি ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। এরপর ভিডিওটি প্রচার হয়েছে ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের আঁধারে দুজন পুলিশ নির্জন আঁখক্ষেতে তল্লাশী চালাচ্ছেন অপরাধীদের ধরতে। একজন পুলিশ তার অস্ত্র এদিক সেদিক তাক করছেন আসামীদের উদ্দেশ করে। অন্যজনের হাতে একটি টর্চলাইট। তিনি চিৎকার করছেন, ‘মারো মারো, ঘেরো,’ আর তারপর মুখে‘ঠাঁই ঠাঁই’শব্দ করলেন তিনি।

সম্পর্কিত খবর

X