বাংলাহান্ট ডেস্ক: মাস ঘুরতে চলল ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। ইন্ডাস্ট্রি সে শোক সামলে নিজের ছন্দে ফিরে গিয়েছে। কিন্তু টেলিপাড়া আবার ফেরালো অভিষেকের মৃত্যু শোক। সিরিয়াল ‘খড়কুটো’তেও (Khorkuto) প্রয়াত গুনগুনের (Gungun) ড্যাডি!
স্টার জলসার দুটি সিরিয়াল ‘খড়কুটো’ ও ‘মোহর’এ অভিনয় করছিলেন অভিষেক। জীবনের শেষ দিনের আগেও শুটিং করেছিলেন তিনি। অভিনেতার আচমকা মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল দুই সিরিয়ালের টিম। অভিষেকের প্রয়াণের পর আর সিরিয়াল এগিয়ে নিয়ে যেতে চাননি ‘মোহর’ কর্তৃপক্ষ।
অভিনেতার মৃত্যুর কয়েক দিন পরেই শেষ শুটিং হয় মোহরের। আর অভিষেকের শ্রাদ্ধের দিন শেষ সম্প্রচার হয় সিরিয়ালের। খড়কুটোতে গুনগুনের ড্যাডি ওরফে ডাঃ কৌশিকের চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা ছিল।
জানা গিয়েছিল, সিরিয়ালের গল্পে কিছুটা বদল আসবে। এমন ভাবে গল্পটা সাজাতে হবে যাতে গুনগুনের ড্যাডি অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায়ের চরিত্রটির ক্যামেরার সামনে আসার প্রয়োজন না পড়ে। কিন্তু শেষমেষ অভিষেক অভিনীত চরিত্রটিকে শেষ করে দেওয়ারই সিদ্ধান্ত নিলেন সিরিয়াল নির্মাতারা।
সিরিয়ালে দেখানো হয়েছে, প্রয়াত হয়েছে গুনগুনের ড্যাডি। একটি কনফারেন্সে অংশ নিতে ইতালি গিয়েছেন গুনগুনের ড্যাডি। হঠাৎ করেই সৌজন্যর কাছে খবর আসে, আচমকা হৃদরোগে আক্রান্ত হন ডাঃ কৌশিক। তারপরেই সব শেষ। যেন বাস্তবটাই আবারো পর্দায় তুলে ধরলেন সিরিয়াল নির্মাতারা।
অদ্ভূত ভাবে ড্যাডির মৃত্যুর আগের দিন রাতেই হঠাৎ করে গুনগুন বায়না ধরে বাবার সঙ্গে কথা বলবে বলে। কিন্তু পরিবারের কেউই এই মর্মান্তিক খবর গুনগুনকে দিয়ে উঠতে পারেননি। কারণ সে অন্তঃসত্ত্বা। পিতৃবিয়োগের শোক কীভাবে সামলে উঠবে মেয়েটা?
https://www.instagram.com/p/CcjoJe2hCrS/?igshid=YmMyMTA2M2Y=
খড়কুটোর পর্ব দেখে আবারো চোখ ভিজেছে দর্শকদের। তবে অনেকেই নির্মাতাদের সাধুবাদ দিয়েছেন, অভিষেক চট্টোপাধ্যায়ের চরিত্রটিতে অন্য অভিনেতাকে না নেওয়ার জন্য। গুনগুনের জন্য কষ্ট হলেও বরং এটাই ভাল হল।